ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

খেলা

জয় পেয়েছে হরিহরপাড়া, শাহীন স্কুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৫, ফেব্রুয়ারি ২২, ২০১৫
জয় পেয়েছে হরিহরপাড়া, শাহীন স্কুল ছবি : সংগৃহীত

ঢাকা: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি প্রতিযোগিতার ঢাকা ভেন্যুর বাছাইপর্বের খেলা বৃহস্পতিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবারের ম্যাচে জয় পেয়েছে আহমেদ বাওয়ান একাডেমী, হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন্স নারায়নগঞ্জ এবং শাহীন স্কুল এন্ড কলেজ।



আহমেদ বাওয়ান একাডেমী রায়ের বাজার উচ্চ বিদ্যালয়কে ৩-১ গোলে হারিয়েছে। দিনের অপর খেলায় সাটির পাড়া কেকে ইন্সটিটিউটকে ৩-২ গোলে হারায় হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়। আর নারায়নগঞ্জের পুলিশ লাইন্স ৪-১ গোলে হারিয়েছে শহিদ নবী উচ্চ বিদ্যালয়কে। এদিকে শাহীন স্কুল এন্ড কলেজ ৩-১ গোলে পরাজিত করে ওয়েস্ট এন্ড হাই স্কুলকে।

আগামীকালের খেলায় সকাল ১১টায় আরমানিটোলা স্কুলের মুখোমুখি হবে বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয়, দনিয়া। আর দ্বিতীয় খেলায় দুপুর আড়াইটায় মুখোমুখি হবে রায়ের বাজার উচ্চ বিদ্যালয় এবং সাটির পাড়া কেকে ইন্সটিটিউট।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ২২ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।