ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

গ্রুপ চ্যাম্পিয়ন শেখ রাসেল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
গ্রুপ চ্যাম্পিয়ন শেখ রাসেল ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চলমান ফেডারেশন কাপের 'বি' গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয় শেখ রাসেল ক্রীড়া চক্র বনাম মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে লড়াই হয়েছে সমানে সমান।

গোলশূন্য ভাবে শেষ হয়েছে ম্যাচটি।

তবে, গোল ব্যবধানে এগিয়ে থাকার কারণে 'বি' গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে শেখ রাসেল। আর এ গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ আটে ঠাঁই পেয়েছে মুক্তিযোদ্ধা সংসদ।    

গত ফেডারেশন কাপের গ্রুপ পর্বে এই মুক্তির কাছে হেরেই গ্রুপ রানার্সআপ হয়েছিল 'অল ব্লুজ' খ্যাত শেখ রাসেল। ম্যাচে গতবারেরে ফেডারেশন কাপের রানার্সআপ 'অল রেডস' খ্যাত মুক্তিযোদ্ধাও ছেড়ে কথা বলেনি। প্রথমার্ধের খেলা শেষে গোল শূন্য ভাবেই মাঠ ছাড়ে দুই দল।

বিরতির পর দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের জন্য মরিয়া হয়ে যায় দুই দল। প্রথমেই সুযোগ পেয়ে যায় অল ব্লুজরা। ৬০ মিনিটে মুক্তির ডি বক্সে বল পেয়ে যায় রাসেলের ফরোয়ার্ড কিংসলে চিগুজি। তার চোরা পাসকে কাজে লাগিয়ে শট করেন ওয়ালী ফয়সাল। কিন্তু এবারও ব্যর্থ হয় দলটি।

৭৯ মিনিটে মুক্তির এনামুলের লম্বা থ্রো গিয়ে পড়ে ডি বক্সের মধ্যে। কিন্তু বক্সে থাকা অল রেডসদের একাধিক খেলোয়াড় গোলের সুযোগ মিস করেন।

নির্ধারিত সময় শেষে আর কোন গোল না হওয়ার ফলে ম্যাচটি গোলশূন্য রয়ে যায় (০-০)।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ২২ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।