ঢাকা: মালয়েশিয়া, ব্যাংককের পর এবার হিরো ইন্ডিয়ান ওপেন গলফ টুর্নামেন্টেও ব্যর্থ হলেন দেশ সেরা গলফার সিদ্দিকুর রহমান। এ টুর্নামেন্টে উড়ন্ত সূচনা করেছিলেন সিদ্দিকুর।
রোববার চতুর্থ রাউন্ড শেষে পারের চেয়ে ৫ শট কম খেলে ৭৬ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করেন ৩০ বছর বয়সী এ গলফার। সেই সাথে কাঙ্ক্ষিত একটি শিরোপা হাতছাড়া হয়ে গেল সিদ্দিকুরের।
২০১৫ সালে এশিয়ান ট্যুরে এখন পর্যন্ত সাফল্য ধরা দেয়নি সিদ্দিকুরের হাতে। মালয়েশিয়ার ওপেনের পরে থাইল্যান্ড ক্লাসিক থেকেও বাদ পড়েন দেশসেরা এ গলফার। তাই ৩০ বয়সী এ গলফ তারকার জন্য ইন্ডিয়ান গলফ টুর্নামেন্টটি খুবই গুরুত্বপূর্ন ছিল। তবে এবারও ব্যর্থ তিনি।
উল্লেখ্য, এই দিল্লি গলফ ক্লাবেই ২০১৩ সালে শিরোপা জিতেছিলেন সিদ্দিকুর রহমান। আর ২০১৪ সালে এ টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়নি।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ২২ ফেব্রুয়ারি ২০১৫