ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ফেডারেশন কাপের শেষ আট চূড়ান্ত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
ফেডারেশন কাপের শেষ আট চূড়ান্ত

ঢাকা: ফেডারেশন কাপ ফুটবল টুর্নামের্ন্টে ‘সি’গ্রুপের শেষ ম্যাচে ঢাকা আবাহনীর মুখোমুখি হয় চট্টগ্রাম আবাহনী। রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচটি গোলশূণ্য ড্র হয়েছে।



ফলে ‘সি’গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা আবহনী আর রানার্স আপ হয়েছে চট্টগ্রামের আকাশী-নীলরা।

ফেডারেশন কাপের শেষ চারে উঠার লড়াই শুরু হচ্ছে আগামী মঙ্গলবার থেকে। ৪টি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপসহ আটটি দল মুখোমুখি হচ্ছে কোয়ার্টার ফাইনালে।

২৪ ফেব্রুয়ারি প্রথম কোয়ার্টার ফাইনালে শেখ জামালের মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন। ২৫ ফেব্রুয়ারি ফেনী সকারের প্রতিপক্ষ মোহামেডান। ২৬ ফেব্রুয়ারি শেখ রাসেল বনাম চট্টগ্রাম আবাহনী এবং ২৭ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধার মুখোমুখি হবে ঢাকা আবাহনী।

প্রতিটি ম্যাচ বাংলাদেশ সময় বিকেল ৫.১৫ মিনিটে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, ২২ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।