ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জরিমানার শিকার আরিফুল-মামুন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫
জরিমানার শিকার আরিফুল-মামুন

ঢাকা: রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রফেশনাল ফুটবল লীগ কমিটি বাফুফে ভবনের কনফারেন্স রুমে কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদীর সভাপতিত্বে এক সভায় মিলিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ৪টি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।



এগুলো হলোঃ
১। চলমান ‘ফেডারেশন কাপ ২০১৪-১৫’ এর কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল খেলা পর্যন্ত সব ম্যাচ বিকেল সোয়া ৫টায় শুরু হবে

২। বাফুফে প্লেয়ার স্ট্যাটাস কমিটির সিদ্ধান্তের প্রেক্ষিতে ঢাকা মোহামেডানের আরিফুল ইসলাম ও শেখ রাসেলের মামুন মিয়াকে আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে জনপ্রতি ৭ লাখ টাকা করে বাফুফের মাধ্যমে নিজ ক্লাবকে দিতে হবে। নইলে তারা বাফুফে কর্তৃক পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কোন খেলায় অংশ নিতে পারবেন না।

৩। বাফুফে প্লেয়ার স্ট্যাটাস কমিটির সিদ্ধান্তের প্রেক্ষিতে আবাহনীর শাহেদুল আলম শাহেদ ও শেখ জামালের ইয়াসিন খানের বিষয়ে সংশ্লিষ্ট ক্লাবসমূহকে আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে সমঝোতা করতে হবে। নইলে ওই দুই খেলোয়াড়ের বিষয়ে বিধি মোতাবেক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

৪। আসন্ন বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লীগ ২০১৪-১৫’এ নতুন দল অন্তর্ভূক্তির বিষয়ে সম্ভাব্য নতুন দলসমূহকে ক্লাব লাইসেন্সিং রেগুলেশন্স অনুযায়ী কাগজ-পত্রাদি বাফুফে বরাবর প্রেরণের সময়সীমা আগামী ৫ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ২২ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।