ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

খেলা

আনচেলত্তির শততম ম্যাচে রিয়ালের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১৫, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
আনচেলত্তির শততম ম্যাচে রিয়ালের জয়

ঢাকা: রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি দলের হয়ে শততম ম্যাচে জয় উদযাপন করলেন। লা লিগার খেলায় এদিন এলচেকে ২-০ গোলে হারায় গ্যালাকটিকোরা।



এলচের ঘরের মাঠ স্তেদিও মানুয়েল মার্টিনেজ ভালেওরো রিয়ালের হয়ে গোল দুটি করেন করিম বেনজেমা ও ক্রিস্টিয়ানো রোনালদো। এদিন অবশ্য
খেলার প্রথমার্ধ গোলশুন্য থাকতে হয় লিগের শীর্ষ দলটিকে।

তবে খেলার ৫৬ মিনিটে প্রায় একক প্রচেষ্টায় দলের লিড আনেন ফ্রেঞ্চ তারকা বেনজেমা। আর খেলার ৬৯ মিনিটে ইসকোর পাস থেকে দলের লিড বাড়ান পর্তুগিজ অধিনায়ক। পরে ২-০ গোলর জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।

রোনালদো এলচের বিপক্ষে সর্বশেষ তিন খেলায় সাতটি গোল করলেন।

এদিকে এ জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষেই রইলো রিয়াল। আর লিগে পরের দুটি অবস্থানে আছে যাথাক্রমে বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদ।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।