ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

খেলা

দেশীরাই এগিয়ে!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৩, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
দেশীরাই এগিয়ে! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: চলমান ফেডারেশন কাপে লক্ষ টাকা খরচ করে প্রায় প্রতিটি দলেই আনা হয়েছে বিদেশী ফুটবলারদের। আর এই বিশাল তারকা ফুটবলারদের ভিড়ে এখন পর্যন্ত এগিয়ে আছে দেশী ফুটবলারাই!

এখন পর্যন্ত ফেডারেশন কাপে মোট গোল হয়েছে ৩৪টি।

যার মধ্যে দেশীয় ফুটবলারদের গোলসংখ্যা ১৯ টি। আর বিদেশীদের ১৫টি।

দেশীয় ফুটবলারদের মধ্যে জোড়া গোল আছে ফেনী সকার ক্লাবের সোহেল মিয়া, ঢাকা মোহামেডানের তৌহিদুল আলম সবুজ, মুক্তিযোদ্ধা সংসদের এনামুল হক ও শেখ রাসেলের জাহিদ হাসান এমিলির।

আর বিদেশীদের মধ্যে শেখ জামাল ধানমন্ডির হাইতিয়ান ফরোয়ার্ড ওয়েডসন অ্যানসেলমের আছে ৩টি গোল। আর ঢাকা আবাহনীর হাঙ্গেরিয়ান স্ট্রাইকার সাবোলাস সার্বা ও শেখ রাসেলের নাইজেরিয়ান স্ট্রাইকার কিংসলে চিগোজির ২টি করে গোল আছে চলমান এ টুর্নামেন্টে।

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল পর্ব। প্রথম কোয়ার্টার ফাইনালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ও ব্রাদার্স ইউনিয়ন। ম্যাচটি শুরু হবে বিকেল সোয়া পাঁচটায়।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ২৩ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।