ঢাকা: স্বাধীনতার মাসে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ন ম্যাচের শেষে সাডেন ডেথে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। সোমবার ফেডারেশন কাপের সেমিতে মুখোমুখি হয়েছিল ঢাকা মোহামেডান ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
অতিরিক্ত সময়ে ফলাফল একই থাকে। আর টাইব্রেকারে দুই দলের ৫ শটের ৩টি করে গোল হওয়ার ফলে সাডেন ডেথে গড়ায় ম্যাচ। আর সাডেন ডেথে আনিসুল আলম সুইটের গোলে জয় পায় মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র।
উল্লেখ্য, কোয়ার্টার ফাইনালে মুক্তিযোদ্ধা বাংলাদেশের ক্লাব ফুটবলের আরেক জায়ান্ট দল আবাহনী লিমিটেডকে ১-০ গোলে পরাজিত করে সেমিতে ওঠে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার সেমিফাইনালের ম্যাচ থাকলেও যে ধরণের লড়াইয়ের ইঙ্গিত ছিল মাঠে তার ছিটেফোঁটাও চোখে পড়েনি। ম্যাচ জুড়ে বেশ অগোছালো ও খাপছাড়াভাবে খেলতে থাকে দুই দলই। ১১ মিনিটে মুক্তির মিডফিল্ডার মারুফ আহমেদের শট অল্পের জন্য গোল হয়নি। ১৮ মিনিটে পোষ্ট লক্ষ্য করে শট নিয়েছিলেন মোহামেডানের মিডফিল্ডার বিপলু আহমেদ। কিন্তু বল বারে লেগে ফেরত আসে।
৩১ মিনিটে মুক্তিযোদ্ধার ফরোয়ার্ড কামারা সার্বাকে ট্যাকল করেন মোহামেডানের গোলরক্ষক মোঃ নেহাল। রেফারি আজাদ রহমান পেনাল্টির নির্দেশ দেন। স্পট কিক থেকে মুক্তিযোদ্ধার ফরোয়ার্ড এনামুল হক লক্ষভেদ করেন (১-০)। ৪৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ এসেছিল মুক্তিযোদ্ধার। কিন্তু এবার এনামুলের শট লক্ষ্যভ্রষ্ট হয়। ফলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মুক্তিযোদ্ধা।
দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে মিডফিল্ডার আবুসাইদ জুয়েলের ক্রসে তৌহিদুল আলম সবুজ পা ছোঁয়াতে পারলেই গোল পেতে পারতো সাদা- কালোরা। কিন্তু বল পেয়েও ব্যর্থ হন এই ফরোয়ার্ড। ৬০ মিনিটে মুক্তিযোদ্ধার ডিফেন্ডারদের ভুলের সুযোগ কাজে লাগিয়ে সমতায় ফেরে ঐতিহ্যবাহী মোহামেডান।
মুক্তিযোদ্ধার একজন ডিফেন্ডার হেড দিয়ে বল ক্লিয়ার করতে গেলে বল পেয়ে যান মোহামেডানের গিনির ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরা। গোলরক্ষককে একা পেয়ে বল নিয়ে বক্সে ঢুকে মুক্তির জালে জড়িয়ে দেন এই ফরোয়ার্ড (১-১)।
নির্ধারিত সময়ের অন্তিম মুহূর্তে বেশ কয়েকটি গোলের সুযোগ মিস করে দুই দলই। ফলে ম্যাচটি পা বাড়ায় অতিরিক্ত সময়ে। আর অতিরিক্ত সময়ে ফলাফলের কোন পরিবর্তন না হওয়ায় টাইব্রেকারে গড়ায় ম্যাচটি। টাইব্রেকারে ৩-৩ গোলে সমতা থাকায় সাডেন ডেথে গড়ায় খেলা। সেখানেও দুই দলের শট মিস হয়। পরের সাডেন ডেথে মুক্তিযোদ্ধার আনিসুল আলম সুইট গোল করলে মুক্তিযোদ্ধার ফাইনালের টিকিট নিশ্চিত হয়।
এ জয়ের ফলে ফেডারেশন কাপের গত আসরের মতো আবারো ফাইনালে মুখোমুখি হচ্ছে শেখ জামাল বনাম মুক্তিযোদ্ধা। সেবার মুক্তিযোদ্ধাকে ১-০ গোলে পরাজিত করে জয় পেয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
৫ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি শুরু হবে বিকেল ৫.১৫ মিনিটে।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘন্টা, মার্চ ০২, ২০১৫