ঢাকা, মঙ্গলবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

খেলা

প্রীতি ফুটবল ম্যাচে খেলবেন সালাউদ্দিন-চুন্নুরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১১, মার্চ ২৫, ২০১৫
প্রীতি ফুটবল ম্যাচে খেলবেন সালাউদ্দিন-চুন্নুরা

ঢাকা: বৃহস্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সাবেক জাতীয় ফুটবল খেলোয়াড়দের নিয়ে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে।

এই প্রীতি ফুটবল ম্যাচটি মতিঝিলের বাফুফে আর্টিফিসিয়াল টার্ফে বেলা ৩টায় অনুষ্ঠিত হবে।

এ ম্যাচে অংশ নেবে বাফুফে লাল দল এবং বাফুফে সবুজ দল।
 
বাফুফে লাল দল : কাজী মোঃ সালাউদ্দিন, বাদল রায়, দেওয়ান শফিউল আরেফীন টুটুল, আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, খন্দকার রকিবুল ইসলাম, প্রতাপ শংকর হাজরা, আজমত, খুরশিদ আলম বাবুল, মোহাম্মদ মহসিন, ইলিয়াছ হোসেন, পিন্টু, ছাইদ হাছান কানন, সেলিম, কায়সার হামিদ, ইমতিয়াজ সুলতান জনি, কাজী কামাল, নুরুল হক মানিক, মাহাবুব হোসেন রক্সি, জুয়েল রানা, ইকবাল হোসেন, আরমান মিয়া, নীরা, রউফ বাবুল, ফয়সাল, সাইফুল বারী টিটু, পনির, আমিনুল হক, জাকির হোসেন, বিএ জোবায়ের নিপু, গোলাম রব্বানী হেলাল, এফ আই কামাল, মামুন বাবু, ছোট মুন্না, আলফাজ আহমেদ, ডন ও সোহেল রানা।

বাফুফে সবুজ দল : আব্দুস সালাম মুর্শেদী,  শেখ মোঃ আসলাম, হাসানুজ্জামান খান বাবলু, সত্যজিৎ দাস রূপু, অমলেশ সেন, আব্দুল গাফ্ফার, সুলতান, হাসান, আবু ইউসুফ, আহ্সানুল্লাহ মন্টু, স্বপন কুমার দাস, শফিকুল ইসলাম মানিক, আতিক, ইকবাল, বাতেন, অলক, আতা, ওয়াসিম, আশিষ ভদ্র, জসিম উদ্দিন জসি, গোলাম গাউস, আরিফ খান জয়, স্বপন, রুম্মন বিন ওয়ালিদ সাব্বির, সাইফুর রহমান মনি, মিন্টু, ফিরোজ মাহমুদ টিটু, নজরুল, মাসুদ রানা, পাপ্পু, নিজাম মজুমদার, মতিউর রহমান মুন্না, উত্তম, রঞ্জন, পারভেজ বাবু ও শামীম।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ২৫ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।