ঢাকা: ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী ২৭ থেকে ৩১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট ‘এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব ২০১৬। ’ এতে ১০ গ্রুপে অংশ নেবে ৪৩টি দেশ।
বাংলাদেশে অনুষ্ঠিত 'ই' গ্রুপে স্বাগতিক বাংলাদেশসহ অংশ নিচ্ছে ভারত, উবেকিস্তান ও সিরিয়া অনূর্ধ্ব-২৩ ফুটবল দল।
বুধবার থেকেই টিকিট পাওয়া যাচ্ছে মতিঝিলে অবস্থিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) গেটে এবং বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন মহানগরী ফুটবল লিগ কমিটির অফিসে। ম্যাচের দিন স্টেডিয়ামের গেটেও টিকিট পাওয়া যাবে।
এ আসরের জন্য বৃহস্পতিবার থেকে ঢাকা শহরের বিভিন্ন স্থানে রিক্সা দিয়ে মাইকিং করা হবে। সেই সঙ্গে রিকশাতেও টিকিট বিক্রি করার ব্যবস্থা নিচ্ছে বাফুফে।
বাফুফে সভাপতির সহকারী আহমেদ সাইদ আল ফাতাহ্ জানিয়েছেন, ‘দর্শকরা www.im dhaka.com এই ঠিকানা থেকে অনলাইনেও কিনতে পারবেন ম্যাচের টিকিট। বিকাশের মাধ্যমেও সংগ্রহ করা যাবে টিকিট। ’ টিকিটের মূল্য ভিআইপি ১০০টাকা এবং সাধারণ গ্যালারি ৫০ টাকা।
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, ২৫ মার্চ ২০১৫