ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

অজিদেরই এগিয়ে রাখছেন ব্রেট লি

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫
অজিদেরই এগিয়ে রাখছেন ব্রেট লি

ঢাকা: অস্ট্রেলিয়ার সাবেক পেস তারকা ব্রেট লি বৃহস্পতিবারের দ্বিতীয় সেমিফাইনালে এগিয়ে রাখছেন নিজ দেশকে। তার মতে, ভারত শিরোপার অন্যতম দাবিদার হলেও স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে পেরে উঠবে না।



ব্রেট লি বলেন, এবারের আসরে দুটি দলই শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মিশন শুরু করে। ভারত নিজেদের যোগ্যতার পরিচয় দিয়ে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে নক-আউট পর্বে এসেছে। কিন্তু আমি মনে করি আয়োজক এবং স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের বিশ্বকাপ মিশন শেষ হয়ে যাচ্ছে।

২০০৩ সালে অজিদের হয়ে বিশ্বকাপ জয়ী ব্রেট লি আরও যোগ করেন, আমার বিশ্বাস চলতি শিরোপার যুদ্ধে অস্ট্রেলিয়া জয় পাবে। আর দ্বিতীয় সেমিফাইনালের মোর ঘুড়িয়ে দিতে পারে পেস অ্যাটাক। আরও পরিস্কার করে বললে, সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ‘সুইং’ ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে।

অজি পেস বোলার মিচেল জনসন, জস হ্যাজেলউড আর মিচেল স্টার্ক ম্যাচের বড় নিয়ন্ত্রক হবেন বলে মনে করেন ব্রেট লি। এর কারণ হিসেবে তিনি জানান, অজিরা একটি দল হিসেবে খেলছে। আর দলের তিন পেস তারকাই রয়েছেন ফর্মের তুঙ্গে। তাদের বোলিংয়ে প্রধান অস্ত্রই হলো ‘সুইং’।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ২৫ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।