ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জয়ের জন্য লড়বে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫
জয়ের জন্য লড়বে বাংলাদেশ ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আগামীকাল (২৭ মার্চ) থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের খেলা। 'ই' গ্রুপে স্বাগতিক বাংলাদেশসহ অংশ নিচ্ছে ভারত, উজবেকিস্তান ও সিরিয়া।



এ উপলক্ষে বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশসহ চার দলের কোচ ও অধিনায়করা উপস্থিত হয়ে আসন্ন টুর্নামেন্ট সম্পর্কে তাদের প্রস্তুতি ও লক্ষ্য জানান।

সংবাদ সম্মেলনে সিরিয়া কোচ মোহন্নাত আল ফকির বলেন, ‘প্রথম ম্যাচেই  আমাদের প্রতিপক্ষ বাংলাদেশ। দলটি নিজেদের মাটিতে
খেলবে এবং একটি দল হিসেবে তারা যথেষ্ট সামর্থ্যবান। ম্যাচের গতিপথ পরিবর্তন করে দিতে পারে এমন বেশ ক’জন খেলোয়াড় আছে বাংলাদেশ দলে। ’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ছাড়াও অপর দুই প্রতিপক্ষ ভারত ও উজবেকিস্তানও বেশ ভালো দল। আমাদের দলে জাতীয় দলের সাত ফুটবলার রয়েছে। তাই আমরা আমাদের সামর্থ্যের সবটুকু দিয়ে খেলব এবং প্রথম ম্যাচেই জিতে শুভ সূচনা করতে চাই। '

আর সিরিয়া দলটির অধিনায়ক ওমর আল মিদানিও কোচের সুরেই কথা বলেছেন। তিনি মনে করেন, প্রতিপক্ষ দলগুলো যথেষ্ট শক্তিশালী। তাদের বিপক্ষে অনেকটাই সমীহ করে খেলতে হবে। কিন্তু আমরা স্বাভাবিক খেলাটা খেলেই ম্যাচে জয় ছিনিয়ে আনতে চাই।

সংবাদ সম্মেলনে বাংলাদেশের হেড কোচ লোডভিক ডি ক্রুইফ বলেন, 'আমাদের দলটি দিন দিন উন্নতি করছে। পুরো টিম এখন খেলার জন্য তৈরি। দলে কোন বড় ধরণের চোট সমস্যা নেই। তবে নির্ভরযোগ্য ফরোয়ার্ড হেমন্ত ভিনসেন্ট কার্ড সমস্যার জন্য (একটি আন্তর্জাতিক ম্যাচে লাল কার্ড দেখার জন্য) অংশ নিচ্ছে না প্রথম ম্যাচে। '

তিনি আরও বলেন, 'ফুটবলে সবই সম্ভব। আগামীকালকের (শুক্রবার) ম্যাচে আমাদের প্রতিপক্ষ সিরিয়া। দলটি অজেয় নয়, তাই একটি শুভ সূচনা প্রত্যাশা করতেই পারি আমরা। ম্যাচে আমাদের জয়ের সমূহ সম্ভাবনা রয়েছে। '

বাংলাদেশ দলের অধিনায়ক রায়হান হাসান ম্যাচ সম্পর্কে বলেন, 'প্রতিপক্ষ সিরিয়া বেশ শক্তিশালী। আমরা তাদের সম্পর্কে বেশ ভালো ভাবেই জানি। ম্যাচে সিরিয়ার বিপক্ষে বেশ কিছু কৌশল অবলম্বন করতে চাই। আর সেট পিসগুলো থেকে ব্যবধান গড়ে দিতেও সচেষ্ট থাকতে চাই। এখন ম্যাচে কোচের নির্দেশনা অনুযায়ী খেলতে চাই, তাহলেই সাফল্য ধরা দিবে। '

উল্লেখ্য, বাংলাদেশে ফুটবল দলের বর্তমান ফিফা র‍্যাঙ্কিং ১৬২ আর সিরিয়া ফুটবল দলের র‍্যাঙ্কিং ১৫২।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২৭ মার্চ মুখোমুখি হবে বাংলাদেশ বনাম সিরিয়া অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।    
 
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘন্টা, ২৬ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।