ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ইন্দো-বাংলা বাংলাদেশ গেমস স্থগিত!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৫
ইন্দো-বাংলা বাংলাদেশ গেমস স্থগিত!

ঢাকা: আগামী ৭-১৩ মে ঢাকায় অনুষ্ঠিতব্য চতুর্থ ইন্দো-বাংলাদেশ বাংলা গেমস আয়োজন স্থগিত ঘোষণা করা হয়েছে। ভারতের বেঙ্গল অলিম্পিক এ্যাসোসিয়েশনের মহাসচিব চন্দন রায় চৌধুরী জানিয়েছেন, সংস্থার কোষাধ্যক্ষ কমল ভান্ডারীর (ভারতশ্রী) পরলোকগমনের কারণে প্রস্তুতিগত ঘাটতি দেখা দিয়েছে।



সে কারণেই তারা এই গেমসে অংশগ্রহণে আপাতত অপারগতা প্রকাশ করেন। পরবর্তীতে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে গেমস আয়োজনের কার্যক্রম আরম্ভ করার আশা প্রকাশ করেন চন্দন।

বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সভায় বেঙ্গল অলিম্পিক এ্যাসোসিয়েশন কর্তৃক প্রেরিত পত্রের বিষয়ে আলোচনা সাপেক্ষে ৭-১৩ মে তারিখে অনুষ্ঠিতব্য ইন্দো-বাংলা বাংলাদেশ গেমস স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ৯ এপ্রিল ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।