ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

রোনালদোর জন্য রিয়ালের আপিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৫
রোনালদোর জন্য রিয়ালের আপিল ক্রিস্টিয়ানো রোনালদো

ঢাকা: এক ম্যাচের নিষেধাজ্ঞা থাকায় লা লিগায় পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না ক্রিস্টিয়ানো রোনালদো। তবে, দলের সেরা তারকাকে দেওয়া হলুদ কার্ড প্রত্যাহারের জন্য আপিল করেছে রিয়াল মাদ্রিদ।



বুধবার (৮ মার্চ) রায়ো ভায়োকানোর বিপক্ষে ২-০ গোলের জয় পায় রিয়াল। খেলার ৫১ মিনিটে ডি-বক্সের মধ্যে ইচ্ছাকৃতভাবে ‘ডাইভ’ দেওয়ায় রোনালদোকে হলুদ কার্ড প্রদর্শন করেন রেফারি। এরই সঙ্গে এ মৌসুমে পাঁচটি হলুদ কার্ড পাওয়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞার আওতায় পড়েন ৩০ বছর বয়সী এ পর্তুগিজ স্ট্রাইকার।

অবশ্য, সে ম্যাচে গোল করে এক অনন্য কীর্তি গড়েন রোনালদো। রিয়ালের হয়ে সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে তিনশ গোলের মাইলফলক স্পর্শ করেন তিনবারের বিশ্বসেরা এ ফুটবলার।

একই কারণে রোনালদো ছাড়াও পরের ম্যাচে নিষিদ্ধ হন জেমস রদ্রিগেজ ও টনি ক্রুস। অপরদিকে, আর একটি হলুদ কার্ড দেখলেই এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন সার্জিও রামোস, লুকা মডরিচ ও দানি কারভাজাল।

উল্লেখ্য, রোনালদোর হলুদ কার্ড প্রত্যাহার হয়েছে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিষেধাজ্ঞা বহাল থাকলে পরের ম্যাচে দর্শক হয়েই তাকে খেলা দেখতে হবে।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘন্টা, এপ্রিল ১০, ২০১৫
আরএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।