ঢাকা: ব্রাজিল তারকা স্ট্রাইকার হাল্ক কি তবে জাতীয় দল থেকে হারিয়েই গেলেন? না, ব্রাজিলের এ তারকা জানিয়েছেন যত দ্রুত সম্ভব জাতীয় দলে তাকে আবারো দেখা যাবে। দলের নতুন কোচ কার্লোস দুঙ্গার অধীনে সেলেকাওদের হয়ে আবারো মাঠ মাতাতে চান হাল্ক।
জেনিথ সেইন্ট পিটার্সবার্গের হয়ে খেলা হাল্ক গত বিশ্বকাপের আসরে কোচ লুইস ফেলিপ স্কলারির স্কোয়াডে ছিলেন। সে বছরের সেপ্টেম্বরে নতুন কোচ কার্লোস দুঙ্গার অধীনেও দলে জায়গা পেয়েছিলেন। কলম্বিয়া এবং ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ পরবর্তী আন্তর্জাতিক প্রীতি ম্যাচের স্কোয়াডে ছিলেন ২৮ বছর বয়সী হাল্ক। তবে, মাঠে নামা হয়নি এ ফরোয়ার্ডের। উরুর ইনজুরির কারণে তিনি জাতীয় দল থেকে ছিটকে পড়েন।
ব্রাজিল সংবাদমাধ্যম গুলো থেকে জানা যায়, দলের নিয়ম ভঙ্গের কারণে হাল্ককে জাতীয় দলে রাখা হয়নি। ইনজুরির পর তাকে বিশ্রামের পরামর্শ দেওয়া হলে, তিনি জাতীয় দলের চিকিৎসকের পরামর্শ না মেনে রাশিয়ান ক্লাবের হয়ে মাঠে নামেন।
নিজের ইনজুরি আর জাতীয় দল থেকে ছিটকে পড়ার প্রসঙ্গে হাল্ক বলেন, আমি আরেকটি সুযোগ চাই ব্রাজিল জাতীয় দলে ফেরার। দুঙ্গার প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। বর্তমান দলে বেশ কিছু প্রতিভা সম্পন্ন ফুটবলার রয়েছেন। তাদের সঙ্গে প্রতিযোগিতা করেই আমি দলে ফিরতে চাই। খুব দ্রুতই আমি ইনজুরি থেকে মুক্ত হতে পারছি। জাতীয় দলে ফেরার জন্য আমি কঠোর পরিশ্রম করে যাচ্ছি।
আসন্ন কোপা আমেরিকার স্কোয়াডে জায়গা মিলবে কি না এমন প্রশ্নের জবাবে হাল্ক বলেন, এটা আসলেই কঠিন প্রশ্ন। তবে সময় বলে দেবে আমি কোপা আমেরিকার স্কোয়াডে থাকছি কি না। বিশ্বকাপের পর থেকে দলে জায়গা না পাওয়ায় আমি হতাশ নই। অপেক্ষায় রয়েছি যোগ্যতা দিয়ে আবারো দলে ডাক পাওয়ার। আর দুঙ্গার নির্বাচনকে আমি সব সময় সমর্থন করি।
আগামী ৫ মে ব্রাজিল কোপা আমেরিকার স্কোয়াড ঘোষণা করবে। ২৩ জনের সে দলে হাল্ক থাকবেন কি না সেটি সময়ই বলে দেবে। পোর্তোর হয়ে ৯৯ ম্যাচ খেলা হাল্ক জেনিথের হয়ে খেলেছেন ৬৩ ম্যাচ। আর জাতীয় দলের জার্সি গায়ে তিনি মাঠে নেমেছেন ৪১ ম্যাচ।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ১০ এপ্রিল ২০১৫
এমআর