ঢাকা: মঙ্গলবার রাতটি জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের বেশ খারাপ কেটেছে। বুরুশিয়া ডর্টমুন্ডের কাছে দেশটির দ্বিতীয় সেরা আসর ডিএফবি পোকালে সেমিফাইনালে পেপ গার্দিওয়ালার শিষ্যরা বাজে ভাবে হেরেছে।
এদিকে এই হারের ফলে বায়ার্নের এ মৌসুমে ট্রেবল জয়ের আশাও শেষ হয়ে গেছে। পাশাপাশি দলের সেরা স্ট্রাইকার আরিয়ান রোবেনকেও হারিয়েছে তারা। পাঁচ সপ্তাহ ইনজুরির পর এ ম্যাচে নেমেছিলেন ডাচ এ তারকা। তবে থিয়াগো আলকান্ত্রার বদলি হিসেবে মাঠে নামলেও ১৬ মিনিট পরেই বাঁ কাঁধের ইনজুরির কারণে মাঠ ত্যাগ করতে হয় তাকে।
পরে এক বিবৃতিতে গার্দিওয়ালা জানান, ইনজুরির কারণে এ মৌসুমে আর খেলা হচ্ছে না রোবেনের। পাশাপাশি বুরুশিয়া গোলকিপার মিচেল লেঙ্গারেকের সঙ্গে আঘাত পেয়ে মুখের হাড় ও নাক ভেঙে ফেলেছে স্ট্রাইকার রবার্ট লেন্ডভস্কি।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫
এমএমএস