ঢাকা: মঙ্গলবার লা লিগায় গেটাফের বিপক্ষে ৬-০ গোলের ব্যবধানে বার্সেলোনার জয়ের পর একটি মাইলফলক স্পর্শ করলেন লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজ। স্প্যানিস জায়ান্ট দলের হয়ে এ মৌসুমে সব প্রতিযোগিতায় তিন তারকা মিলে ১০০টির বেশি গোল উদযাপন করলেন।
ঘরের মাঠ ক্যাম্প ন্যু’র এই ম্যাচটিতে আর্জেন্টাইন অধিনায়ক মেসি ও উরুগুইয়ান স্ট্রাইকার সুয়ারেজ জোড়া গোল করেন। আর একটি করে গোল পান ব্রাজিল তারকা নেইমার ও জাভি হার্নানদেজ।
পরে এই জয়কে উদযাপন করে বার্সার ড্রেসিং রুমে নেইমার, মেসি ও সুয়ারেজকে নিয়ে একটি ছবি তোলেন। যেখানে দারুণ ফুরফুরে মেজাজে দেখা গেছে এ তিন তারকাকে। আর দলের এমন উজ্জল পারর্ফমের পর দলের সমর্থকরা মনে করেন বার্সার ক্লাব ইতিহাসে এটিই সেরা ফরওয়ার্ড।
এখন পর্যন্ত তিন তারকা মিলে এ মৌসুমে ১০২টি গোল করেছেন। যেখানে মেসি করেছেন ৪৯টি, নেইমার ৩২টি ও সুয়ারেজ ২১টি। তবে গোল করার পাশাপাশি গোলে সহায়তাও করেছেন তারা। মেসি এখন পর্যন্ত ২৫টি, সুয়ারেজ ১৬টি ও নেইমার সাতটি গোলে সহায়তা করেছেন।
এদিকে কাতালান ক্লাবের ইতিহাসে এর আগেও তিন স্ট্রাইকার মিলে ১০০টির বেশি গোল করেছিল। ২০০৯ সালে মেসি ও স্যামুয়েল ইতো ও থিয়েরি ওরি মিলে এ মাইলফলক স্পর্শ করেছিলেন।
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫
এমএমএস