ঢাকা: বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল ইতালির ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব এসি মিলানের মালিকানা অন্যের হাতে যাচ্ছে। অবশেষে গুঞ্জনটাই সত্যিতে রুপান্তরিত হচ্ছে।
বুধবার (২৯ এপ্রিল) স্থানীয় সময় সন্ধায় চুক্তি সম্পাদনের জন্য এসি মিলানের মালিক ও ইতালির তিনবারের সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির সঙ্গে সাক্ষাৎ করার কথা তাইকাওবোলের। এক সাক্ষাৎকারে এমনটাই জানান থাই উদ্যোক্তার মূখপাত্র।
গতকাল (২৮ এপ্রিল) মিলানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আদ্রিয়ানো গালাইনি জানিয়েছিলেন, ২০১৪ সালে সব মিলিয়ে ক্লাবের ৯১.৩ মিলিয়ন ইউরো লোকসান হয়।
একসময় ক্লাব ফুটবলের রাজত্ব ছিল এসি মিলানের দখলে। দাপুটে ফুটবল খেলে পুরো ইউরোপ মাতিয়ে রাখত ইতালিয়ান জায়ান্টরা। কিন্তু, এখন আর আগের অবস্থানে নেই মিলান। ‘সিরি আ’ লিগের প্রতি মানুষের আগ্রহও প্রতিনিয়ত কমতির দিকে। সবার দৃষ্টিতে এখন ইংলিশ প্রিমিয়ার লিগ ও স্প্যানিশ লিগ।
এর আগেও একদল চীনা বিনিয়োগকারীর কাছে ক্লাবের সিংহভাগ মালিকানা (৭৫ শতাংশ) বিক্রি করতে সম্মত হয়েছিলেন বার্লুসকোনি। যার মূল্য ধরা হয়েছিল এক হাজার মিলিয়ন ইউরো। তবে, পরে আর তা হয়ে উঠেনি।
অপরদিকে, গত ফেব্রুয়ারিতে থাই ব্যবসায়ী তাইকাওবোল মিলানের সিংহভাগ মালিকানা কিনছেন বলে গুজব ছড়ায়। অবশেষে গুজবটাই তো সত্যিতে পরিণত হতে যাচ্ছে।
উল্লেখ্য, ইউরোপ শ্রেষ্ঠত্বের আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ১০বার চ্যাম্পিয়ন হয় রিয়াল মাদ্রিদ। এর পরেই রয়েছে এসি মিলান। তারা সাতবার এ ট্রফি ঘরে তোলে। বায়ার্ন মিউনিখ ও লিভারপুল পাঁচবার করে শিরোপা নিশ্চিত করে। বার্সেলোনার দখলে রয়েছে চারটি শিরোপা।
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘন্টা, এপ্রিল ২৯, ২০১৫
আরএম