ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মোহামেডানের নাটকীয় জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫
মোহামেডানের নাটকীয় জয় ছবি : শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টি.কম

ঢাকা: গত ২৪ এপ্রিল লিগে নিজেদের ৫ম ম্যাচে পরাজয়ের স্বাদ পায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। তাই এ ম্যাচটি তাদের কাছে ছিল বিশেষ গুরুত্বপূর্ণ।

কিন্তু বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে 'অল রেডস' খ্যাত মুক্তিযোদ্ধা আবারো পরাজয়ের স্বাদ পেল। ম্যাচে ৩-২ গোলে জয় পায় ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্বক মোহামেডানকে বশে আনে মুক্তিযোদ্ধা। তৌহিদুল আলম সবুজ আর ইসমাইল বাঙ্গুরার দ্বৈরথ বেশ ভালো ভাবেই রুখে দেয় মুক্তির রক্ষণভাগ। আর সুযোগ কাজে লাগিয়ে প্রথমার্ধের শেষ সময়ে দুটি গোল তুলে নেয় এনামুলরা। ৪০ মিনিটে গোল করেন মো: বিপ্লব ও ৪৩ মিনিটে এনামুল হক। এ গোলের ফলে মুক্তিযোদ্ধার এনামুল হক যুগ্ন ভাবে লিগে সর্বোচ্চ এবং দেশীয় শীর্ষ গোলদাতার স্থানটি দখল করে নিলেন। ফলে ২-০ এগিয়ে থেকেই বিরতিতে যায় দলটি।

কিন্তু দ্বিতীয়ার্ধে যে পুরো দৃশ্যপট পাল্টে যায়। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে ডি বক্সের মধ্যে নুরুল ফয়সালের শট মুক্তির ডিফেন্ডার আশরাফুল করিমের হাতে লাগলে রেফারি ভারত চন্দ্র গৌড়ের পেনাল্টি নির্দেশ দেয়। আর ৫৫ মিনিটে পেনাল্টি ব্যবধান কমান মোহামেডানের ইসমাইল বাঙ্গুরা(১-২)।

৮০ মিনিটে তৌহিদুল আলম সবুজের কাছ থেকে বল পেয়ে ম্যাচে সমতা ফেরান মোহামেডানের বদলী খেলোয়াড় মো: ইব্রাহিম(২-২)।

আর ৮১ মিনিটে ডি বক্সের মধ্যে বাঙ্গুরাকে ফাউল করেন মুক্তির আশরাফুল করিম। ফলে রেফারি আবারো পেনাল্টি নির্দেশ দেয়। পেলাল্টি থেকে গোল করেন ইসমাইল বাঙ্গুরা (৩-২)

এ জয়ের ফলে মোহামেডান দলটি ব্রাদার্স ও মুক্তিযোদ্ধাকে টপকে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থান দখল করে নিয়েছে। আর এ হারে মুক্তির তৃতীয় স্থান থেকে নেমে গেছে চতুর্থ স্থানে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫
ইয়া/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।