ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

অপেক্ষার প্রহর কি শেষ হবে এনামুলের?

ইয়াসির উবাইদ জিকো, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫
অপেক্ষার প্রহর কি শেষ হবে এনামুলের? ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চলমান মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রতিটি ম্যাচেই তিনি গোল করেছেন। আজ (বুধবার) মোহামেডানের বিপক্ষে গোল করে দখল করে নিলেন লিগে যুগ্নভাবে ও দেশীয়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতার স্থানটি।

এ নিয়ে চলতি মৌসুমে ফেডারেশনকাপ (৫) ও চলমান লিগ (৬) সহ মোট ১১ গোলের মালিক তিনি। বলা হচ্ছিলো মুক্তিযোদ্ধার কোচ আবু ইউসুফের তুরুপের তাস স্ট্রাইকার এনামুল হকের কথা।

সেই ২০১১ সালে সর্বশেষ জাতীয় দলের জার্সি গায়ে খেলেছেন তিনি। জাতীয়  ও অলিম্পিক দলের হয়ে ১৮ ম্যাচে ১০ গোল করেছেন। এরপর কেটে গেছে দীর্ঘ ৪ বছর। অনেকেই বলেছিলেন এনামুলের তো অনেক বয়স। কিন্তু এই সকল সমালোচকদের মুখে ছাই দিয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্বগর্বে চলছে ৩০ বছর বয়স্ক এনামুলের গোল উৎসব!

বুধবার দেশে ফিরেই জাতীয় দলের কোচ লোডভিক ডি ক্রুইফ এনামুলের খেলা দেখে বেশ খুশী। ক্রুইফ বলেন, 'এনামুল অনেকটা মেসির কক্ষপথ ধরেই খেলে থাকেন। আমি জানি সে মেসি নয়। কিন্তু তার ধরণটা ঠিক সে রকম। তবে ক্লাবের ফরমেশন এক রকম আর আমার ফরমেশন খানিকটা ভিন্ন। '

বাংলানিউজকে এনামুল বলেন, ' বয়স কোন বিষয় না। আমি এখনও খেলে যাচ্ছি, গোল ও পাচ্ছি। কোচ যদি আমাকে যোগ্য মনে করেন, তাহলে দলে নিবেন। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো। '

তবে এনামুলের জন্য সুখবর বাংলাদেশ ফুটবল দলের সহকারী কোচ সাইফুল বারী টিটুর ৫০ জনের প্রাথমিক দলে নাম রয়েছে এনামুলের। এই তালিকা থেকে যাচাই-বাছাই করেই চুড়ান্ত দল ঘোষণা করা হবে।
      
এখন দেখার বিষয় শেষ পর্যন্ত ভাগ্যের শিকে ছিড়ে কিনা ৩০ বছর বয়স্ক এই ফরোয়ার্ডের।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫
ইয়া/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।