ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বাংলাদেশ মহিলা দলের হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫
বাংলাদেশ মহিলা দলের হার

ঢাকা: থাইল্যান্ডের ব্যাংককে চলমান মহিলা হ্যান্ডবলের আসর ‘আইএইচপি ট্রফি টুর্নামেন্ট’-এ হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ মহিলা হ্যান্ডবল দল। প্রথম খেলায় বুধবার (২৯ এপ্রিল)  চাইনিজ তাইপের কাছে তারা ২৬-১৬ গোলে হেরে গেছে।



বিজয়ী দল প্রথমার্ধে ১৪-১০ গোলে এগিয়ে ছিল। বাংলাদেশের পক্ষে সুমী ৫, শিরিনা ৩ এবং ফাল্গুনী, রহিমা ও রুপা যথাক্রমে ২টি করে গোল করেন। ইতোপূর্বে পাকিস্তানের ফয়সালাবাদে অনুষ্ঠিত একই আসরে বাংলাদেশ মহিলা হ্যান্ডবল দল অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ব্যাংককের এই আসরে খেলার যোগ্যতা অর্জন করে।

এই টুর্নামেন্টে চাইনিজ তাইপে, উজবেকিস্তান, বাংলাদেশ এবং স্বাগতিক থাইল্যান্ড অংশ নিচ্ছে। টুর্নামেন্ট খেলে বাংলাদেশ মহিলা হ্যান্ডবল দল আগামী ৩ মে দেশে ফিরবে।

বাংলাদেশ মহিলা হ্যান্ডবল দলের খেলোয়াড়রা হলেন: ফাল্গুনী বিশ্বাস, আমেনা আক্তার, সুমী বেগম, শিরিনা খাতুন, হাবিবা আক্তার রূপা, তাবাস্সুম তামান্না পিংকী, সাহিদা বানু, মোসাম্মৎ সিফা, রুবিনা বেগম, রহিমা খাতুন, মাসুদা আক্তার, নিশাত নাবিলা এবং পূর্ণিমা রাণী।  

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, ২৯ এপ্রিল, ২০১৫
ইয়া/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।