ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ওয়ালটন ভলিবল লিগ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫
ওয়ালটন ভলিবল লিগ

ঢাকা: ‘ওয়ালটন এয়ার কন্ডিশনার ঢাকা মহানগরী প্রথম বিভাগ ভলিবল লিগ’-এর ফাইনাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল)। বাংলাদেশ জাতীয় ভলিবল স্টেডিয়ামে সকাল ১০টায় ফাইনালে মুখোমুখি হবে ইস্ট এন্ড বয়েজ বনাম ইস্ট এন্ড ক্লাব।



এই লিগে অংশ নেয় আট দল। রেলিগেশনের মাধ্যমে একটি দল দ্বিতীয় বিভাগে নেমে যাবে। আর দ্বিতীয় বিভাগের চ্যাম্পিয়ন দল সুযোগ পাবে প্রথম বিভাগে খেলার।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে পাবে ১০ হাজার টাকা। রানার্সআপ দল পাবে ৭ হাজার টাকা। তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারী দল পাবে ৬ হাজার টাকা করে। বাকি চারটি দল প্রত্যেকে পাবে ৫ হাজার টাকা করে। এছাড়া টুর্নামেন্টের দু’জন সেরা খেলোয়াড়কে ওয়ালটনের পক্ষ থেকে হোম এ্যাপ্লায়েন্স পুরস্কার দিয়ে উৎসাহিত করা হবে।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ২৯ এপ্রিল, ২০১৫
ইয়া/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।