ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

আর্জেন্টিনার সর্বকালের সেরা একাদশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৫
আর্জেন্টিনার সর্বকালের সেরা একাদশ দিয়েগো ম্যারাডোনা, লিওনেল মেসি, গ্যাব্রিয়েল বাতিস্তুতা ও মারিও ক্যাম্পেস

ঢাকা: আর্জেন্টিনার সর্বকালের সেরা একাদশে দিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসির নাম থাকাটাই স্বাভাবিক। কালে কালে এ দু’জন ছাড়াও অন্য আলবিসেলেস্তা ফুটবলাররাও জার্সি গায়ে আলো ছড়িয়েছেন।



২০১৫ কোপা আমেরিকার অফিসিয়াল ওয়েবসাইটে সমর্থকদের দেয়া ভোটের ভিত্তিতে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা একাদশ নির্বাচন করা হয়েছে। মেসির ক্লাব সতীর্থ জাভিয়ের মাশ্চেরানোও এই একাদশে সুযোগ পেয়েছেন।

মেসি-মাশ্চেরানো ছাড়াও সেরা একাদশে থাকা ম্যারাডোনা, হুয়ান রোমান রিকুয়েলমে ও হুয়ান পাবলো সোরিন বার্সার সাবেক ফুটবলার।

গোলরক্ষক হিসেবে সুযোগ পেয়েছেন ‍আর্জেন্টিনার হয়ে ১৯৭৮ বিশ্বকাপ জয়ী কিংবদন্তি গোলরক্ষক উবালদো ফিল্লোল। ডিফেন্ডারদের মধ্যে রয়েছেন আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে সেরা রাইটব্যাক হিসেবে পরিচিত হাভিয়ের জানেত্তি। লেফটব্যাকে আছেন সাবেক তারকা ডিফেন্ডার সোরিন।

দুই সেন্ট্রাল ডিফেন্ডারের মধ্যে ড্যানিয়েল পাসারেল্লা আর্জেন্টিনাকে ১৯৭৮ ও ৮৬ বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আর অস্কার আলফ্রেডো রাগেরি ৮৬ ও ৯০ বিশ্বকাপে আলবিসেলেস্তেদের অপরিহার্য খেলোয়াড় ছিলেন।

মাঝমাঠে থাকা মাশ্চেরানো, ম্যারাডোনা ও রিকুয়েলমে তিনজনই সবার কাছে খুবই সুপরিচিত। সেন্ট্রাল মিডফিল্ড সামলাবেন বার্সার তারকা মিডফিল্ডার মাশ্চেরানো। বাম প্রান্তে কিংবদন্তি ম্যারাডোনা ও ডান প্রান্তে প্লে মেকারের ভূমিকায় থাকবেন রিকুয়েলমে।

আক্রমনভাগে চারবারের ব্যালন ডি’অর জয়ী মেসির সঙ্গে সেন্ট্রাল স্ট্রাইকার হিসেবে রাখা হয়েছে গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে। আর বাম প্রান্তে আছেন ১৯৭৮ বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী মারিও ক্যাম্পেস।

সেরা একাদশ ছাড়াও ভক্তদের ভোটে সেরা কোচ হয়েছেন আর্জেন্টিনার হয়ে ১৯৮৬ বিশ্বকাপ জয়ী কোচ কার্লোস সালভাদর বিলার্দো। তার অধীনে পরের বিশ্বকাপেও ফাইনালে উঠে ম্যারাডোনা-ক্যানিজিয়ারা।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘন্টা, এপ্রিল ২৯, ২০১৫
আরএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।