ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

লক্ষ্য নিজেদের মাটিতে ভালো খেলা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
লক্ষ্য নিজেদের মাটিতে ভালো খেলা

ঢাকা: গত সোমবার বাংলাদেশে আসার কথা থাকলেও ঢাকার মাটিতে পা রাখেছেন বুধবার। তবে জার্মান গোলরক্ষক কোচ ক্রিশ্চিয়ান শোয়েচলার এসেছেন আগের দিনই।

বুধবার (২৯ এপ্রিল) ক্রুইফ-শোয়েলচার-টিটু তিনজন মিলে পর্যবেক্ষণ করেলেন চলমান মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা।

বৃহস্পতিবার কাজ শুরু করবেন গোলরক্ষক কোচ শোয়েলচার। আর লিগের ম্যাচগুলো পর্যবেক্ষণ করে যাচ্ছেন ক্রুইফ। কারণ এখান থেকেই বাছাই করা হবে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের প্রাথমিক দল। এ জন্য জাতীয় দলের সহকারী কোচ সাইফুল বারী টিটু একটি প্রাথমিক তালিকাও করে ফেলেছেন। এখন প্রাথমিক তালিকাটা থেকে চূড়ান্ত করে শুরু হবে ক্যাম্প।

বাছাইপর্বের বাংলাদেশ পড়েছে শক্তিশালী ‘বি’গ্রুপে। যেখানে লাল-সবুজের জার্সিধারীদের প্রতিপক্ষ কিরগিস্তান, তাজিকিস্তান, জর্ডান ও অস্ট্রেলিয়া মতো দলগুলো। হোম ও অ্যাওয়ে ভিত্তিতে ৪ দলের সঙ্গে ৮টি ম্যাচ অংশ নিচ্ছে মামুনুল-এমিলিরা। প্রথম ২টি ম্যাচ বাংলাদেশ। ১১ জুন মুখোমুখি হচ্ছে কিরগিস্তানের ও ১৬ জুন তাজিকিস্তানের। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।  

এরআগেই আফগানিস্তান ও মায়ানমারে বিপক্ষে ঢাকায় দুটি প্রীতি ম্যাচ আয়োজন করতে চাচ্ছে বাফুফে। আর বাছাইপর্বে বাংলাদেশের প্রথম ২টিই ম্যাচ ঢাকাতেই অনুষ্ঠিত হবে।
 
খুব বেশী নেই হাতে, মাত্র ১০ দিন পাচ্ছেন ক্রুইফ। এর মধ্যে সাইফুল বারী টিটুর ৫০ জনের প্রাথমিক তালিকা থেকে দল নির্বাচন করবে ক্রুইফ। ৫০ জনের তালিকা থেকে যাচাই-বাছাই করে ৪০ জনকে নিয়ে ক্যাম্প করা হবে।
 
এ সম্পর্কে তিনি গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন, ‘দুটি হোম ম্যাচ ভালো করতে চাচ্ছি। এই ২ ম্যাচের উপর বিশ্বকাপ বাছাইয়ে আমাদের অবস্থান নির্ভর করবে। এখান থেকে আমরা পয়েন্ট সংগ্রহ করতে হবে। এছাড়া আমাদের লক্ষ্য থাকবে গ্রুপে তৃতীয় হওয়া’

বুধবার মোহামেডান-মুক্তিযোদ্ধা মধ্যকার ম্যাচটি দেখে ক্রুইফ জানালের , 'মুক্তিযোদ্ধা-মোহামেডান ম্যাচে কয়েকজন ফুটবলারকে চোখে পড়েছে। ম্যাচে এনামুল-বিপ্লব দারুণ খেলছে। ’

তবে বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠ দেখে খুবই হতাশা ক্রুইফ। তিনি বলেন, 'ভালো ফুটবল খেলার জন্য ভালো মাঠ প্রয়োজন। এই মাঠ (বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম) ফুটবল খেলার জন্য উপযুক্ত নয়। বাফুফে ও স্টেডিয়াম কর্তৃপক্ষের উচিত মাঠের দিকে খেয়াল আলাদা ভাবে নজর দেয়া। '

বাংলাদেশ সময়: ০১৩৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
ওজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।