ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

অ্যাতলেতিকোর কষ্টার্জিত জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
অ্যাতলেতিকোর কষ্টার্জিত জয় ছবি: সংগৃহীত

ঢাকা: স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে দিয়েগো সিমিওনের অ্যাতলেতিকো মাদ্রিদ। ফার্নান্দো তোরেসের একমাত্র গোলে জয় নিয়ে পয়েন্ট টেবিলের তিনে অবস্থান করছে অ্যাতলেতিকো।



ভিয়ারিয়ালের বিপক্ষে এ ম্যাচের শুরুর একাদশে সিমিওন মাঠে নামান ওব্লাক, হুয়ানফ্রান, মিরান্ডা, দিয়েগো গডিন, জেসাস গ্যামেজ, আরদা তুরান, গ্যাবি, থিয়াগো, কোকে, মান্দজুকিচ আর অ্যান্তোনিয় গ্রিজম্যানের মতো তারকাদের। বদলি হিসেবে দ্বিতীয়ার্ধে নামনে সাউল, তোরেস আর রাউল গার্সিয়াদের মতো তারকারা।

প্রথমার্ধে ভিয়ারিয়ালের বিপক্ষে কোনো গোলের দেখা না পাওয়া অ্যাতলেতিকো ম্যাচের দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটের মাথায় একমাত্র গোলের দেখা পায়। মান্দজুকিচের বদলি হিসেবে ম্যাচের ৬২ মিনিটে নামা ফার্নান্দো তোরেস মাঠে নামার ১২ মিনিট পরেই গোল করেন।

এ ম্যাচের পর ৩৪ ম্যাচ খেলে অ্যাতলেতিকোর ঝুলিতে ২৩টি জয়ের পাশাপাশি ৬টি ড্র রয়েছে। আর ৭৫ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে থাকা সিমিওন শিষ্যদের পরাজয় রয়েছে আরও ৫টি ম্যাচে।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, ৩০ এপ্রিল ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।