ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

খেলা

দুই ম্যাচে ফিজির ৬৮ গোল!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৮, জুলাই ৫, ২০১৫
দুই ম্যাচে ফিজির ৬৮ গোল! ছবি: সংগৃহীত

ঢাকা: দুই ম্যাচে প্রতিপক্ষের জালে ৬৮ বার বল জড়িয়ে রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছে ফিজি ফুটবল দল। ২০১৬’র রিও অলিম্পিকের বাছাইপর্বে নিজেদের দুই ম্যাচে ৬৮ গোল করেছে ফিজি।



সর্বশেষ ম্যাচে ৩৮-০ গোলের জয় তুলে নিয়েছে ফিজি। প্রথমার্ধে ২১ গোলে এগিয়ে থাকা দলটি দ্বিতীয়ার্ধে ফেডারেটেড স্টেট অব মাইক্রোনেসিয়ার জালে আরও ১৭টি গোল করে। দলের হয়ে সর্বোচ্চ ১০টি গোল করেন অ্যান্তোনিও তুইভুনা।

দুই দিন আগেই গ্রুপ ‘এ’র ম্যাচে বড় জয় পায় ফিজি। গত ম্যাচে জয়ী দলটির বিপক্ষে হেরেছিল তাহিতি ফুটবল দল। সে ম্যাচে ৩০-০ গোলের জয় পেয়েছিল ফিজি।

মাইক্রোনেসিয়া ও তাহিতি ফিফা স্বীকৃত সদস্য না হওয়ায় ফিজির ম্যাচ দুটিকে আনঅফিসিয়াল ধরা হয়েছে।

এর আগে অস্ট্রেলিয়া ২০১২ সালের বিশ্বকাপ বাছাইয়ে ৩১-০ গোলের জয় পেয়েছিল। সেটিকে এতোদিন সর্বোচ্চ ব্যবধানের জয় হিসেবে ধরা হতো। সেবার আমেরিকান সামোয়াকে হারায় অস্ট্রেলিয়া।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ০৫ জুলাই ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।