ঢাকা, বৃহস্পতিবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

খেলা

তিন বিদেশি ফুটবলারের নাগরিকত্ব প্রদান স্থগিত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৫, জুলাই ৭, ২০১৫
তিন বিদেশি ফুটবলারের নাগরিকত্ব প্রদান স্থগিত ছবি: সংগৃহীত

ঢাকা: সাবেক জাতীয় ফুটবলার থেকে শুরু করে দেশসেরা কোচ, সংগঠকরা প্রথম থেকেই তিন বিদেশি ফুটবলার জাতীয় দলে খেলানোর বিপক্ষে ছিলেন। অবশেষে গত কয়েকদিনে প্রবল সমালোচনা আর নেতিবাচক মনোভাবের মুখে স্থগিত হয়ে গেল বিদেশি ফুটবলাদের নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া।



মঙ্গলবার (০৭ জুলাই) নাগরিকত্বের বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র ব্যাংক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেবার কথা ছিল। কিন্তু বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন শেষ সময়ে এসে আর কোন ঝুঁকি নিতে চাইলেন না। তাই আপাতত থমকে গেল ইসমাইল বাঙ্গুরা (গিনি), সামাদ ইউসুফ (ঘানা) ও কিংসলে চিগোজির (নাইজেরিয়া) লাল-সবুজের জার্সি গায়ে খেলার স্বপ্ন।

এ সম্পর্কে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, 'তিন বিদেশি ফুটবলারের জাতীয় দলে খেলা প্রসঙ্গে অনেক কথা হচ্ছে। কেউ পক্ষে, কেউ বিপক্ষে বলছে। সকলে যদি মনে করে থাকেন তাদের খেলানো উচিত নয়, তাহলে তিন ফুটবলারকে জাতীয় দলে খেলানো ঠিক হবে না। আর বাফুফে সভাপতি এ বিষয়টিকে লাভ-ক্ষতির হিসেবে সমান সমান মনে করেন। তারপরেও যে ধরনের তীর্যক মন্তব্য ও সমালোচনা হচ্ছে তাতে বিষয়টিকে সহজ ভাবে নেওয়ার উপায় নেই। '

গণমাধ্যম কর্মীদের প্রশ্ন ছিল, শুধু কি সামলোচনার কারণেই এ সিদ্ধান্ত? এ সম্পর্কে তিনি বলেন, 'না, বিষয়টি তেমন নয়। বর্তমান পরিস্থিতির বিচারে আপাতত বিদেশি ফুটবলারদের নাগরিকত্বের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাফুফে। তবে ভবিষ্যতে যদি বাফুফে কর্তৃপক্ষ মনে করে তাদের খেলানো উচিত, তখন আবারও তিন ফুটবলারের 'ফাইল ওপেন' হবে।

তবে এখনই সব শেষ হয়ে যায়নি, পরের সপ্তাহে (১৪ জুলাই) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হবে। সেদিনই হয়তো আসবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত।
 
বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৫  আপডেট: ১৭৪৭ ঘণ্টা
ইয়া/আরএম/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।