ঢাকা, বৃহস্পতিবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

খেলা

ব্রাদার্সের সহজ জয়, দুই আবাহনীর ড্র

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২০, জুলাই ৭, ২০১৫
ব্রাদার্সের সহজ জয়, দুই আবাহনীর ড্র ছবি: সংগৃহীত

ঢাকা: চলতি মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগে অনুষ্ঠিত ম্যাচে জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। মঙ্গলবার (০৭ জুলাই) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ৩-১ গোলে ফরাশগঞ্জকে পরাজিত করে।

এছাড়া চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ঢাকা আবাহনী।

ম্যাচ শুরুর ৭ মিনিটেই এগিয়ে যায় ব্রাদার্স ইউনিয়ন। হাইতিয়ান ফরোয়ার্ড অগাস্টিন ওয়ালসনের ক্রসে বল পেয়েও সুযোগ হাতছাড়া করেন জানকাসা, তবে বল পেয়ে দলটির ফরোয়ার্ড কেস্টার একন কোনো ভুল না করে ফরাশগঞ্জের জাল কাঁপিয়ে দেন (১-০)।

১১ মিনিটে ডিফেন্ডারের ভুলে আরো পিছিয়ে পড়ে ফরাশগঞ্জ। এ সময় অগাস্টিনের শট ফিরিয়ে দেন গোলরক্ষক সুজন চৌধুরী। ফিরতি বলটি ক্লিয়ার করতে গিয়ে উল্টো নিজেদের জালেই পাঠিয়ে দেন ফরাশগঞ্জের ডিফেন্ডার মুস্তাফিজুর রহমান (২-০)।

২৪ মিনিটে ফরাশগঞ্জের একিনইয়েলে পিটার পেনাল্টি শটে ব্যবধান কমান (২-১)।

আর প্রথমার্ধের ইনজুরি টাইমে ব্রাদার্সের পক্ষে গোল করেন অগাস্টিন (৩-১)। এটি লিগে তার ব্যক্তিগত ১৪ নম্বর গোল। এ গোলের ফলে তিনি লিগের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন। প্রথমার্ধ শেষে ৩-১ গোলে থেকেই বিশ্রামে যায় গোপীবাগের দলটি।

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় ব্রাদার্স ইউনিয়ন। এ সময় প্রতিপক্ষের দলের খেলোয়াড়কে দুইবার ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রাদার্স ফরোয়ার্ড অগাস্টিন ওয়ালসন। তবে দশ জনের ব্রাদার্সকেও ঘায়েল করতে ব্যর্থ হয় ফরাশগঞ্জ। নির্ধারিত সময় শেষে রেফারি শেষ বাঁশি বাজালে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে নাঈমুদ্দিনের শিষ্যরা।

১৩ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে উঠে এসেছে ব্রাদার্স ইউনিয়ন। সমান ম্যাচে ফরাশগঞ্জের সংগ্রহ ৪ পয়েন্ট, অবস্থান সবার শেষে (১১তম)।

ঠিক একই সময়ে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে সফরকারী ঢাকা আবাহনী। ৪০ মিনিটে ইয়াকো স্যামনিকের গোলে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। ৫২ মিনিটে সানডে সিজোবার গোলে সমতায় ফেরে ঢাকা আবাহনী।

এই জয়ে ১৪ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানেই রইল ঢাকা আবাহনী। আর সমান ম্যাচে চট্টগ্রাম আবাহনীর সংগ্রহ ৮ পয়েন্ট, অবস্থান দশম।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ০৭ জুলাই ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।