ঢাকা, বৃহস্পতিবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

খেলা

টেলিগ্রাফ দাবায় ফাহাদ নবম

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৯, জুলাই ৭, ২০১৫
টেলিগ্রাফ দাবায় ফাহাদ নবম ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতের কোলকাতা শহরের গোর্কি সদনে অনুষ্ঠিত ২৫তম টেলিগ্রাফ স্কুলস দাবা প্রতিযোগিতায় বাংলাদেশের ফিদে মাস্টার মো: ফাহাদ রহমান নবম স্থান লাভ করেছেন।

এ প্রতিযোগিতায় ফাহাদ ৯ খেলায় ৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানের জন্য টাই করে টাইব্রেকিং পদ্ধতিতে নবম হন।



ভারতের আন্তর্জাতিক মাস্টার দিপ্তায়ন ঘোষ পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হন।

এছাড়া বাংলাদেশের নুশরাত জাহান নাফিসা সাড়ে চার পয়েন্ট নিয়ে  ১৯৮তম, সাড়ে তিন পয়েন্ট নিয়ে আশাবাবুর রহমান তাইফ ২৯৩তম এবং তিন পয়েন্ট নিয়ে মাহফুজুর রহমান সাইফ ৩৩৬তম হন।

বাংলাদেশ, নেপাল, ভারত ও আমেরিকার ৪০১ জন স্কুলের ছাত্র-ছাত্রী এ ইভেন্টে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ৭ জুলাই ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।