ঢাকা, বৃহস্পতিবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

খেলা

দুই বছরের ড্রাইভিং নিষেধাজ্ঞায় ভিদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৬, জুলাই ৮, ২০১৫
দুই বছরের ড্রাইভিং নিষেধাজ্ঞায় ভিদাল ছবি: সংগৃহীত

ঢাকা: কোপা আমেরিকা চলাকালীন মদ্যপ অবস্থায় ড্রাইভিং করে দুর্ঘটনার শিকার হয়েছিলেন আরতুরো ভিদাল। আর গোল ডট কম থেকে জানা যায় সর্বশেষ শিরোপা জয়ী চিলির এ মিডফিল্ডারকে দুই বছরের জন্য গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।



গত ১৭ জুন ২৮ বছরের এ তারকা তার ফেরারি চালিয়ে দুর্ঘটনার শিকার হয়েছিলেন। তবে জুভেন্টাস তারকা অক্ষত অবস্থায় থাকলেও হালকা আঘাত পেয়েছিলেন সঙ্গে থাকা তার স্ত্রী।

দুর্ঘটনার পর মদ্যপ ভিদালকে কোন শাস্তি দেওয়া হয়নি। তবে কোপার আসর শেষ হবার পর এ শাস্তি নিশ্চিত করা হয়েছে। তার ড্রাইভিং লাইসেন্স দুই বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে। অন্যদিকে সেই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ স্থানীদের ক্ষতিপূরণ দিতে হবে এ তারকাকে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।