ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

অস্ট্রেলিয়াকে নিয়ে আবারো নাটক

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৫
অস্ট্রেলিয়াকে নিয়ে আবারো নাটক ছবি: সংগৃহীত

ঢাকা: ১৭ নভেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপ বাছাইয়ের ফিরতি লেগের ম্যাচ খেলতে শনিবার (১৪ নভেম্বর) রাত ১০টা ৪০ মিনিটে অস্ট্রেলিয়ার আসার কথা থাকলেও তারা ওই দিন সম্ভবত আসছেনা। বিষয়টি জানানো হয়েছে ফুটবল ফেডারেশন অব অস্ট্রেলিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে।



যদিও এর আগে বাংলাদেশ সরকার, ফিফা ও এএফসির কয়েকদফা আলোচনার পর ১৭ নভেম্বর ম্যাচের দিন নির্ধারণ করে সকারুসরা।

বাংলাদেশ সফর নিয়ে ফুটবল ফেডারশন অব অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে বলা হয়েছে, শনিবার সকারুসরা অস্ট্রেলিয়া থেকে যাত্রা করে রোববার সিঙ্গাপুর পৌঁছে সেখানে অনুশীলন করবে। সোমবার (খেলার আগের দিন) বাংলাদেশে এসে মঙ্গলবার ম্যাচ খেলে ওই দিনই ঢাকা ছাড়বে তারা।

শুক্রবার (১৩ নভেম্বর) বিষয়টি নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পদক আবু নাইম সোহাগের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, অস্ট্রেলিয়ান ফুটবল দলের বাংলাদেশ সফর পরিবর্তন সংক্রান্ত কোন খবর আমরা এখনও আনুষ্ঠানিকভাবে পাইনি। আমরা অস্ট্রেলিয়ান ফুটবলের সঙ্গে ইতোমধ্যেই যোগাযোগ শুরু করেছি। খুব শিগগিরই বিষয়টি আমরা জানতে পারবো।

** শনিবার আসছে অস্ট্রেলিয়া

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ১৩ নভেম্বর ২০১৫
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।