ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ ড্র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ ড্র

ঢাকা: বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে এগিয়ে থেকেও জয় হাতছাড়া করল স্বাগতিক আর্জেন্টিনা। অতিথি হিসেবে খেলতে নামা ব্রাজিল ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে।

বুয়েন্স আইরেসে নিজেদের মাঠ মনুমেন্টাল স্টেডিয়ামে সেলেকাওদের বিপক্ষে আর্জেন্টাইনদের পয়েন্ট ভাগাভাগি করায় রাশিয়া ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বে এখনও জয়ের মুখ দেখা হলো না আর্জেন্টিনার।

সার্জিও আগুয়েরো, লিওনেল মেসিবিহীন স্বাগতিক আর্জেন্টিনার হয়ে গোল করেন ইজিকুয়েল লাভেজ্জি। আর আতিথ্য নেওয়া ব্রাজিলের পক্ষে একমাত্র গোলটি করেন লুকাস লিমা। প্রথমার্ধে লিড নেয় স্বাগতিকরা। তবে, বিরতির পর ঘুরে দাঁড়িয়ে সমতায় ফেরে ব্রাজিল।

ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নামেন ব্রাজিল অধিনায়ক নেইমার। কোপা আমেরিকায় পাওয়া চারটি প্রতিযোগিতামূলক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষেই মাঠে ফেরেন ব্রাজিলিয়ান অধিনায়ক।

জেরার্দো মার্টিনোর আর্জেন্টিনা খেলার প্রথম থেকেই অতিথিদের চেপে ধরে খেলতে থাকে। ম্যাচের তৃতীয় মিনিটে লাভেজ্জির বাড়ানো বলে শট নিলেও গোলের দেখা পাননি হিগুয়েন। ৩৪ মিনিটের মাথায় গোলের দেখা মেলে আর্জেন্টাইন শিবিরে। ডি মারিয়া বল বাড়িয়ে দেন ডান দিকে থাকা হিগুয়েনকে। নাপোলির এই ফরোয়ার্ড দারুণ ক্রসে বল বাড়ান লাভেজ্জিকে। এবারে সুযোগকে কাজে লাগিয়ে ব্রাজিলের জালে বল জড়িয়ে দেন লাভেজ্জি।

প্রথমার্ধে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা। তবে, বিরতির পর ম্যাচের ৫৮ মিনিটের মাথায় সমতায় ফেরে ব্রাজিল। অতিথিদের হয়ে গোল করেন লুকাস লিমা। দানি আলভেসের ক্রস থেকে ডগলাস কস্তার হেড ক্রসবারে লাগলেও ফিরতি বলে গোল করেন লুকাস লিমা। এর দশ মিনিট আগে আরেকটি সুযোগ হাতছাড়া করে আর্জেন্টিনা। ম্যাচের ৪৮তম মিনিটে অতামেন্ডির পাস থেকে এভার বানেগার প্রথম শট ঠেকিয়ে দেন ব্রাজিল ডিফেন্ডার মিরান্ডা। ফিরতি বলে আরেকবার শট নিলেও তা গোলবারে লেগে ফিরে আসে।

ম্যাচের ৮৮ মিনিটে দশ জনের দলে পরিণত হয় ব্রাজিল। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডেভিড লুইজ। তবে, বাকি সময়ে আর কোনো গোল না হলে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

প্রতিযোগিতামূলক ম্যাচে ২০০৯ সালের পর এবারই প্রথম মুখোমুখি হয় দুই লাতিন পরাশক্তি। তাই এ ম্যাচকে ঘিরে ভক্ত-সমর্থকদের মাঝেও উচ্ছ্বাসের কমতি ছিলনা। ২০১৪ বিশ্বকাপের পর দু’দল মুখোমুখি হয়। তবে ২-০ গোলে হারের লজ্জায় ডোবে ব্রাজিল বিশ্বকাপের রানার্সআপরা।

উল্লেখ্য, ২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিতে প্রথম ম্যাচেই হারের লজ্জায় ডোবে মার্টিনোর শিষ্যরা। ঘরের মাঠেই ইকুয়েডরের বিপক্ষে ২-০ গোলে হেরে যায় মেসিবিহীন আর্জেন্টিনা। প্যারাগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্রতে ম্যাচের নিষ্পত্তি ঘটে। দুই ম্যাচ শেষেও জয়হীন দুইবারের বিশ্বচ্যাম্পিনরা। অন্যদিকে, চিলির বিপক্ষে ২-০ গোলে হেরে গেলেও ভেনেজুয়েলাকে ৩-১ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

এর আগে নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার (১৩ নভেম্বর) প্রবল বর্ষণের কারণে ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি মাঠেই গড়ায়নি।

আর্জেন্টিনার হয়ে মাঠে নামেন রোমেরো, রোনকাগলিয়া, অতামেন্ডি, ফুনেস মোরি, মার্কোস রোহো, মাশচেরানো, বিগলিয়া, এভার বানেগা, ডি মারিয়া, লাভেজ্জি, হিগুয়েন, এরিক লামেলা, দাইবালা। আর ব্রাজিলের হয়ে মাঠে নামেন আলিসসন, দানি আলভেজ, মিরান্ডা, ডেভিড লুইজ, ফেলিপ লুইস, ইলিয়াস, গুস্তাভো, লুকাস লিমা, উইলিয়ান, অলিভেইরা, নেইমার, দগলাস কস্তা আর জিল।

বাংলাদেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, ১৪ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।