ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

উদ্বোধনী ম্যাচে ৩-১ গোলে সদর উপজেলার জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
উদ্বোধনী ম্যাচে ৩-১ গোলে সদর উপজেলার জয়

সাতক্ষীরা: সাতক্ষীরায় ওয়ালটন জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় কলারোয়া উপজেলাকে ৩-১ গোলে পরাজিত করেছে সাতক্ষীরা সদর উপজেলা দল। শনিবার বিকেলে সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।



খেলার প্রথমার্ধে কলারোয়া উপজেলা দল ১-০ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে চাপ নিয়ে খেলতে নেমে প্রথমেই সদর উপজেলা দলের স্ট্রাইকার কিংসলের গোলে ১-১ গোলে সমতা ফিরে আসে। চলতে থাকে আক্রমণ-পাল্টা আক্রমণ। এরই মধ্যে স্ট্রাইকার কিংসলে পরপর আরো দুটি গোল দিতে সক্ষম হওয়ায় সদর উপজেলা দল ৩-১ গোলে এগিয়ে যায়। পরে অনেক চেষ্টা করেও ব্যবধান কমাতে ব্যর্থ হয় কলারোয়া উপজেলা দল। এতে ৩-১ গোলে জয় নিশ্চিত করে ২য় রাউন্ডে যায় সদর উপজেলা দল।

এর আগে দুপুর ৩টায় শিশু শিল্পীদের পরিবেশনায় মনোরম ডিসপ্লে প্রদর্শিত হয়। পরে বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ। এ সময় জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি বাদল রায়, সাতক্ষীরার পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর, ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র অতিরিক্ত পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ।

টুর্নামেন্টে সাতক্ষীরা সদর, আশাশুনি, কালিগঞ্জ, কলারোয়া, তালা, দেবহাটা এবং শ্যামনগর উপজেলা ও সাতক্ষীরা পৌরসভা দল অংশ নিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ১৪ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।