ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বিএসপিএ’র সম্মাননা পেলন ৮৬ ক্রীড়া সংগঠক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৫
বিএসপিএ’র সম্মাননা পেলন ৮৬ ক্রীড়া সংগঠক ছবি : সংগৃহীত

ঢাকা: দেশের বরেণ্য ৮৬জন ক্রীড়া সংগঠককে সম্মাননা ‍জানিয়েছে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি (বিএসপিএ)। শনিবার জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের সম্মেলন কক্ষে ‘অগ্রজ ক্রীড়াসংগঠক সম্মাননা-২০১৫’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়।

৬৫ বছর উর্ধ্ব ক্রীড়া সংগঠক-যারা এ দেশের ক্রীড়াঙ্গনে ন্যূনতম ২৫ বছর সাংগঠনিক জীবন পার করেছেন এরকম ৮৬ জন বর্ষীয়ান সংগঠককে সম্মাননা দেয়া হয়েছে।

গুণী ক্রীড়া সংগঠকদের উত্তরীয় পড়িয়ে এবং ক্রেস্ট প্রদাণ করে সম্মান জানান বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সভাপতি হাসানউল্লাহ খান রানা, সাধারণ সম্পাদক সন‍ত বাবলাসহ সংগঠনটির অন্যান্য কর্মর্তারা।

সম্মাননা অনুষ্ঠানে বিরতির ফাঁকে ফাঁকে শিল্পীদের বরেন্দ্র সঙ্গীত পরিবেশন আয়োজনকে ভিন্ন মাত্রা দেয়। এই আয়োজনে সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠ শিল্পী খুরশীদ আলম, খাইরুল আনাম শাকিল, ফাহিম হোসেন চৌধুরী, প্রিয়াঙ্কা গোপ এবং মঞ্জু সাহা। এছাড়া দুই বরেণ্য ক্রীড়াবিদ কামরুন নাহার ডানা ও জোবেরা রহমান লিনু গান পরিবেশন করেন। কবিতা আবৃত্তি করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়াতুল্লাহ আল মামুন।

সম্মাননা প্রাপ্তরা হলেন: আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া, আলহাজ জেড. আলম, হুসেইন মুহম্মদ এরশাদ, ওয়াজেদ গাজী, আলমগীর মো: আদেল, কাজী আনিসুর রহমান, আব্দুল খালেক চৌধুরী, এ এইচ এম মোস্তাফা, রণজিত দাস, বাদশা সিরাজী, কে. জেড. ইসলাম, সুলতান উল আজীজ, মাহমুদুর রহমান মোমিন, মাহবুবুজ্জামান, মাসুদ হাসান জামালী, অধ্যক্ষ হামিদা আলী, মুনীর হোসেন, সৈয়দ আলতাফ হোসেন, ফ্লা: লে: (অব:) রুস্তুম আলী, আলহাজ মো: সোলায়মান, রইসউদ্দিন আহমেদ, মুহাম্মদ কামরুজ্জামান, গোলাম কুদ্দুস চৌধুরী, কাজী শাহেদ আহমেদ, রেজা-ই-করিম, বশীর আহমেদ, আবু মুহম্মদ, মোজাফ্ফর হোসেন পল্টু, আবদুল তৌহিদ, আমির আহমেদ চৌধুরী (রতন), মো: মনিরুল হক, সৈয়দ ইউসুফ হোসেন।

এছাড়া অন্যরা হলেন, প্রফেসর আব্দুর রহমান, মোস্তাফা কামাল, মো: আনিসুর রহমান, মো: জাকারিয়া পিন্টু, জাহাঙ্গীর ফয়েজ, সাহাবউদ্দিন আহমেদ, মবিনউদ্দীন আহমেদ, আব্দুল মুয়ীদ চৌধুরী, কাজী জাহেদা আলী, এটিএম শামসুল আলম আনু, নজরুল ইসলাম, আব্বাস উদ্দিন খান, মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ, ফ্লা: লে: (অব:) এস. এ. সুলতান, কর্নেল (অব:) মো: ওবাইদুল্লাহ খান, প্রফেসর শায়েস্তা খান, মির্জা ফরিদ আহমেদ, তাবিউর রহমান, মো: এহতেশাম সুলতান, শামসুল বারী, আব্দুস সাদেক, লে: কর্নেল (অব.) মো: আব্দুল লতিফ খান, মো: শফিকউজ্জামান, কুতুবউদ্দিন আহমেদ চৌধুরী (আকসির), হারুনুর রশীদ, মো: মনিরুল হক চৌধুরী, জালাল আহমেদ চৌধুরী, আবুল কাশেম খাঁন, হোসনে আরা খান, সৈয়দ সুজাউদ্দিন আহমেদ, উইং কমান্ডার (অব.) মহিউদ্দিন আহমেদ, আবদুর রহিম, সৈয়দ আব্দুস সালাম, সৈয়দ আশরাফুল হক, মাহ্তাবুর রহমান বুলবুল, মীর মুহাম্মদ মনোয়ার আলী, মোরশেদ আহ্মেদ চৌধুরী, সুফিয়া খাতুন, আফজালুর রহমান সিনহা, কাজী ইউশা মিশু, সালমান এফ. রহমান, মো: এনায়েত হোসেন সিরাজ, মনজুর হোসেন মালু, কাজী মইনুজ্জামান পিলা, প্রতাপ শংকর হাজরা, আবদুর রাজ্জাক সোনা মিয়া, সাহেদ আজগর চৌধূরী, আসাফ উদ দৌলা, সৈয়দ আলমগীর ফারুক চৌধুরী, এম. আজিজুল হক, আ হম মোস্তফা কামাল, কাজী নাসিমা হামিদ, ফেরদৌস আরা খানম ও আলহাজ জহির আহমেদ।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, ১৪ নভেম্বর, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।