ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

যুগ্মভাবে শীর্ষে রাকিব ও মিনহাজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
যুগ্মভাবে শীর্ষে রাকিব ও মিনহাজ

ঢাকা: সাইফ পাওয়ার টেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে সাইফ পাওয়ারটেক ৪১তম জাতীয় ‘এ’ দাবা চ্যাম্পিয়নশিপের একাদশ রাউন্ডের খেলা শেষে সাড়ে আট পয়েন্ট করে নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিব ও মাস্টার আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে রয়েছেন।

গতবারের রানার-আপ ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ও বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ৮ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে এবং বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার মোঃ তৈয়বুর রহমান সাত পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন।



একদিন বিরতির পর রোববার (১৫ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি টাওয়ার অডিটোরিয়াম লাউঞ্জে অনুষ্ঠিত একাদশ রাউন্ডের খেলায় গ্র্যান্ড মাস্টার রাকিব নিজ দলের গতবারের চ্যাম্পিয়ন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানের সাথে ড্র করেন। মিনহাজ নিজ দলের ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদকে পরাজিত করেন। রাজীব তিতাস ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানকে পরাজিত করেন। নিয়াজ নিজ দলের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলের সাথে ড্র করেন। তৈয়ব সিলেটের সাইফুল ইসলাম চৌধুরীর সাথে ড্র করেন।

এদিকে, লিওনাইন চেস ক্লাবের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জীকে পরাজিত করেন। বাংলাদেশ নৌবাহিনী ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম নিজ দলের ক্যান্ডিটেড মাস্টার মাহতাবউদ্দিন আহমেদের সাথে ড্র করেন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ১৫ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।