ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মেসিবিহীন আর্জেন্টিনায় রদ্রিগেজের ভয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
মেসিবিহীন আর্জেন্টিনায় রদ্রিগেজের ভয় ছবি : সংগৃহীত

ঢাকা: ব্রাজিলের পর এবার কলম্বিয়া পরীক্ষার সম্মুখীন আর্জেন্টিনা। অগ্নিপরীক্ষাই বলা চলে! ইনজুরির কারণে দলে নেই আক্রমণভাগের দুই কারিগর লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো।

তবে মেসি-আগুয়েরো বিহীন আর্জেন্টিনাতেই জেমস রদ্রিগেজের যত ভয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে স্বাগতিক কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় দিবাগত রাত আড়াইটায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।

এক সাক্ষাৎকারে রদ্রিগেজ বলেন, ‘মেসি, আগুয়েরো না থাকলেও আর্জেন্টিনার স্কোয়াডটি চমৎকার। তাদের দলে বেশ কয়েকজন বিশ্বমানের খেলোয়াড় রয়েছে এবং তারা খুবই কঠিন প্রতিপক্ষ। আক্রমণভাগে মূল খেলোয়াড়দের অনুপস্থিতি আর্জেন্টিনার খেলায় খুব বেশি প্রভাব ফেলছে বলে আমি মনে করছি না। তবে আমরা জয়ের লক্ষ্যেই মাঠে নামব। ’

কলম্বিয়ান তারকা নিজেও ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন। দুই মাস পর ঊরুর ইনজুরি কাটিয়ে খেলায় ফিরেছেন। ক’দিন আগেই চিলির বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচটিতে দলের হয়ে একমাত্র গোলটি করেন রদ্রিগেজ।

বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনা-কলম্বিয়া দু’দলের পারফরম্যান্সই হতাশাজনক। পয়েন্ট টেবিলে তিন ম্যাচ শেষে সমান একটি করে জয়, পরাজয়, ড্রয়ে চার পয়েন্ট নিয়ে ছয় নম্বরে কলম্বিয়ানরা। অন্যদিকে, এখনো জয়ের দখাই পায়নি আর্জেন্টিনা। দুই ড্রয়ে দুই পয়েন্টে নবম স্থানে দু’বারের বিশ্বচ্যাম্পিয়নরা। পূর্ণ ৯ পয়েন্টে শীর্ষে ইকুয়েডর। এর পরের তিনটি স্থানে যথাক্রমে চিলি, উরুগুয়ে, ব্রাজিল।

প্রসঙ্গত, শুধু মেসি-আগুয়েরো নয়। হাঁটুর ইনজুরি থেকে সেরে না ওঠায় ব্রাজিলের বিপক্ষে খেলতে পারেননি কার্লোস তেভেজ। কলম্বিয়ার বিপক্ষেও বোকা জুনিয়রস তারকা দর্শক ভূমিকায় থাকবেন।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।