ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

লুইজ-কাভানি ফিরতে চান না পিএসজিতে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
লুইজ-কাভানি ফিরতে চান না পিএসজিতে ছবি : সংগৃহীত

ঢাকা: গত শুক্রবার ফ্রান্সের প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর সেখানে ফিরে যেতে আপত্তি তুলেছেন ব্রাজিল তারকা ডেভিড লুইজ এবং উরুগুয়ের তারকা এডিনসন কাভানি। ফরাসি জায়ান্ট ক্লাব প্যারিস সেন্ট জার্মেইঁয়ের (পিএসজি) এ তারকারা জানিয়েছেন, প্যারিসে ফিরে যেতে চান না তারা।



প্যারিস হামলার সময় লুইজ ব্রাজিলের হয়ে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে খেলছিলেন। ম্যাচের আগেই তিনি এ ঘটনার খবর শুনতে পান। আর ম্যাচের ৮৮ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লুইজ। ১-১ গোলে ড্র হওয়া ম্যাচের পর লুইজ জানান, ‘আমি বেশ চিন্তিত আমার এবং আমার পরিবারের জন্য। আমার পরিবারের সদস্যরা প্যারিসে অবস্থান করছেন। তাদের নিরাপত্তা নিয়েও আমি শঙ্কিত। এ অবস্থায় প্যারিসে ফিরতে ইচ্ছে করছে না। ’

লুইজ আরও যোগ করে বলেন, ‘হ্যাঁ, আমি জানি প্যারিস আমার কর্মস্থল। পিএসজি আমাকে অনেক টাকা বেতন দিচ্ছে, সুযোগসুবিধা দিচ্ছে। কিন্তু ক্লাবের দায়িত্ব পালন করতে গিয়ে আমার নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হলে আমি সে দায়িত্ব পালন করতে রাজি নই। প্যারিসে আমার বান্ধবী আছে। পরিবারের বেশ কয়েকজন সদস্য ও বন্ধু-বান্ধবও সেখানে অবস্থান করছেন। তারা নিজেদের নিরাপত্তা নিয়ে বেশ ভীত। আমি জানি না আমি কী করব। তবে, এটুকু জানি, এ মুহূর্তে প্যারিসে ফিরে যেতে আমি ভয় পাচ্ছি। ’

আগামী মঙ্গলবার বিশ্বকাপ বাছাইপর্বের আরেকটি ম্যাচে পেরুর মুখোমুখি হবে ব্রাজিল।

এদিকে, উরুগুয়ের হয়ে ম্যাচ খেলতে পিএসজি থেকে ছুটি পাওয়া এডিনসন কাভানিও দেশের দায়িত্ব শেষ করে প্যারিসে যেতে চাচ্ছেন না। লুইজের সঙ্গে তিনিও জানিয়েছেন, এ মুহূর্তে ফ্রান্সে যেতে চান না তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ১৬ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।