ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শরণার্থী সহায়তায় জেরার্ডের বুটজোড়া বিক্রি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
শরণার্থী সহায়তায় জেরার্ডের বুটজোড়া বিক্রি ছবি : সংগৃহীত

ঢাকা: লিভারপুলের হয়ে স্টিভেন জেরার্ডের বিদায়ী ম্যাচের বুটজোড়া নিলামে বিক্রি করা হয়েছে। ব্রিটিশ রেড ক্রসের আহ্বানে ইউরোপে আশ্রয় নেওয়া শরণার্থীদের সহায়তার লক্ষ্যেই এমনটি করা হয়।

৪০,২০০ পাউন্ডের বিনিময়ে তা কিনে নেয় আমেরিকান মাল্টিন্যাশনাল কোম্পানি ‘ইবে’।

মোট ১৮৫ বার নিলাম-ডাকের মধ্য দিয়ে জেরার্ডের বুটজোড়াটি বিক্রি হয়। বিজয়ীকে অতিরিক্ত আরো ১০ পাউন্ড দিতে হবে।

জেরার্ডের বিদায়ী ম্যাচের বুটজোড়াটি বিশেষভাবে তৈরি করা হয়। এর ভেতর তাকে উদ্দেশ্যে করে বিদায়ী বার্তা লেখা ছিল, ‘একজন কিংবদন্তিকে হারাচ্ছি। তুমি একজন হিরো। লিভারপুল শহরটি সব সময় তোমার পাশে থাকবে। তুমি কখনো একা হাঁটবে না। ’

ব্রিটিশ রেড ক্রসের সিনিয়র সার্ভিস ম্যানেজার রব আর্নল্ড বলেন, ‘জেরার্ড লিভারপুলের ঘরের ছেলে। এখানে তিনি কিংবদন্তিতুল্য। এ শহরের প্রতি তার প্রগাঢ় ভালোবাসা রয়েছে। শরণার্থীদের তহবিল সংগ্রহে এ ধরণের অনন্য সহায়তার জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। ’

উল্লেখ্য, লিভারপুল অধ্যায় শেষে আমেরিকার মেজর লিগ সকারে পাড়ি জমান জেরার্ড।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।