ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

অস্বস্তি নিয়েই মুখোমুখি আর্জেন্টিনা-কলম্বিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
অস্বস্তি নিয়েই মুখোমুখি আর্জেন্টিনা-কলম্বিয়া ছবি : সংগৃহীত

ঢাকা: ২০১৮ রাশিয়া বিশ্বকাপের মূল পর্বে ওঠার গুরুত্বপূর্ণ ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে বর্তমান রানার্সআপ আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত আড়াইটায়।

বারানকিইয়ার মেট্রোপলিটন স্টেডিয়ামে আর্জেন্টাইনদের আতিথ্য দেবে স্বাগতিক কলম্বিয়া।

এ ম্যাচেও স্বস্তিতে নেই আর্জেন্টাইনরা। জেরার্ড মার্টিনো দলে পাচ্ছেন না কার্লোস তেভেজ, সার্জিও আগুয়েরো আর লিওনেল মেসিকে। নিষেধাজ্ঞার কবলে পড়ে দল থেকে ছিটকে পড়েছেন রংকাগলিয়া। শুধু তাই নয়, দেশটির ফুটবল ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের টানা তিনটি ম্যাচ জয় বঞ্চিত আলবিসেলেস্তারা।

এদিকে, গত বিশ্বকাপের চমক জাগানিয়া দল হোসে পেকারম্যানের কলম্বিয়া দলেও রয়েছে অস্বস্তি। দলের সেরা পারফর্মার জেমস রদ্রিগেজ ফিরলেও দলে নেই রাদামেল ফ্যালকাও। এছাড়া গোড়ালির ইনজুরির কারণে ছিটকে পড়েছেন জ্যাকসন মার্টিনেজ। নিষেধাজ্ঞার কারণে বাদ পড়েছেন কার্লোস সানচেজ ও সান্তিয়াগো অ্যারিস।

মেসি-আগুয়েরো-তেভেজের অনুপস্থিতিতে আর্জেন্টাইনদের হয়ে সেভাবে জ্বলে উঠতে পারছেন না মার্কোস রোহো, অ্যাঞ্জেল ডি মারিয়া, হাভিয়ের মাশচেরানো, ইজিকুয়েল লাভেজ্জি, গঞ্জালো হিগুয়েন। ঘরের মাঠে ব্রাজিলের বিপক্ষে তারকা স্ট্রাইকারদের অনুপস্থিতিতে আক্রমণভাগের দুশ্চিন্তায় থাকা আর্জেন্টিনা ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে। এর আগে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিতে প্রথম ম্যাচেই হারের লজ্জায় ডোবে আর্জেন্টাইনরা। ঘরের মাঠেই ইকুয়েডরের বিপক্ষে ২-০ গোলে হেরে যায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি। প্যারাগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্রতে ম্যাচের নিষ্পত্তি ঘটে।

২০১৫ সালের কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে আর্জেন্টিনা-কলম্বিয়া সর্বশেষ মুখোমুখি হয়। সেবার গোলশূন্য ড্রর পর টাইব্রেকারে জিতে সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। এখন পর্যন্ত দু’দেশের ১৩ বারের দেখায় ৮টিতেই জয় পেয়েছে আর্জেন্টাইনরা। তবে, স্বাগতিক কলম্বিয়ার প্রেরণা হতে পারে ২০১০ বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার বিপক্ষে ২-১ গোলের জয়।

চতুর্থ রাউন্ডে মাঠে নামার আগে তিন ম্যাচ থেকে ২ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের দক্ষিণ আমেরিকা অঞ্চলে ১০ দলের মধ্যে নবম স্থানে মেসিবিহীন আর্জেন্টিনা। আর সমান ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে রদ্রিগেজের কলম্বিয়া।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ১৭ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।