ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

চতুর্থ দিন জয় পেলো দেবহাটা উপজেলা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
চতুর্থ দিন জয় পেলো দেবহাটা উপজেলা ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে ‘ওয়ালটন জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৫(সাতক্ষীরা)’।

সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে আয়োজিত এই টুর্নামেন্ট চলবে ২৪  নভেম্বর পর্যন্ত।



মঙ্গলবার (১৭ নভেম্বর) সাতক্ষীরা জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ওয়ালটন জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ দিনের খেলায় দেবহাটা উপজেলা ৩-১ গোলে পরাজিত করে শ্যামনগর উপজেলা ফুটবল দলকে।

ওয়ালটন জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের (সাতক্ষীরা) পঞ্চম আসরে আটটি দল অংশ নেয়। যার মধ্যে সাতক্ষীরার সাতটি উপজেলা ও সাতক্ষীরা পৌরসভা থেকে দল রয়েছে। দলগুলো হল- সাতক্ষীরা সদর, আশাশুনি, কালিগঞ্জ, কলারোয়া, তালা,  দেবহাটা, শ্যামনগর ও সাতক্ষীরা পৌরসভা।

খেলায় জাতীয় দলের খেলোয়াড়, আবাহনী, মোহামেডান, শেখ জামাল ধানমন্ডি, শেখ রাসেল ক্লাব, মুক্তিযোদ্ধা ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের খেলোয়াড়সহ অনেক বিদেশি  খেলোয়াড়রা বিভিন্ন দলের হয়ে খেলছেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ১৭ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।