ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

পারলো না যুব হকি দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
পারলো না যুব হকি দল

ঢাকা: যুব বিশ্বকাপ খেলার স্বপ্নে বিভোর বাংলাদেশ জুনিয়র হকি দলের স্বপ্নটা স্বপ্নই থেকে গেল। কোয়ার্টার ফাইনালে জাপানের বিপক্ষে ৩-০ গোলে হেরে লাল-সবুজের বাংলাদেশ সেমির টিকিট নিশ্চিত করতে ব্যর্থ হলো।



বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মালয়েশিয়ার উইসমা বেলিয়া হকি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টায় টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় দুই দল।

ম্যাচের ২১ মিনিটে লিড নেয় জাপান। ওচিয়াই হিরোমাসার ফিল্ড গোলে ইয়ামাবোরি তাকাহিকোর শিষ্যরা এগিয়ে যায়। ম্যাচের ৬৮ মিনিটে পেনাল্টি স্ট্রোকে গোল করেন জাপানের ইয়ামাদা সোতা। একই মিনিটে আরেকটি গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন সোতা। ফিল্ড গোল করে নিজের দ্বিতীয় আর দলের তৃতীয় গোলটি করেন সোতা।

এর আগে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মালয়েশিয়ার কুয়েনতেনে জয় পেয়েছিল হারুন মাহবুবের শিষ্যরা। জুনিয়র এশিয়া কাপ হকিতে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে ২-০ গোলে হারায় বাংলাদেশের যুবারা।

অনূর্ধ্ব-২১ পর্যায়ের এই প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৩-১ গোলে হারে বাংলাদেশের যুবারা। তবে, নিজেদের দ্বিতীয় ম্যাচে অসীম গোপের দল ওমানকে ৫-৪ গোলে হারায়।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ১৯ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।