ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

খেলা

তিন পয়েন্টের চেয়েও বেশি কিছুর ‘এল ক্লাসিকো’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৩, নভেম্বর ২০, ২০১৫
তিন পয়েন্টের চেয়েও বেশি কিছুর ‘এল ক্লাসিকো’ ছবি: সংগৃহীত

ঢাকা: বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা লুইস ফিগো বলেছিলেন, ‘ক্লাসিকোতে সব সময় সেরা দলই জেতে এমন নয়। এসব ম্যাচে চাপ এতো বেশি থাকে যে, যেকোনো কিছু হতে পারে।

’ ম্যাচ জিতেলই পাওয়া যায় পূর্ণ তিন পয়েন্ট, ড্র করলে পাওয়া যায় এক পয়েন্ট আর হারলে‌ পয়েন্ট খোয়ানোর সঙ্গে শুনতে হয় সমালোচনা।

২১ নভেম্বর বাংলাদেশ সময় রাত সোয়া ১১টায় লিগ ম্যাচে রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আতিথ্য নেবে বার্সেলোনা। ‘চিরশত্রু’ নামে পরিচিত দুই ক্লাবের লড়াইকে ধরা হয় ইউরোপের ফুটবল অঙ্গনের সবচেয়ে আকর্ষণীয় লড়াই। বিশ্ব ফুটবলে যা পরিচিত 'এল ক্লাসিকো' নামে।

ইউরোপের সবচেয়ে সফল দুইটি ক্লাব রিয়াল-বার্সার এ ম্যাচের দিকে তাকিয়ে থাকে পুরো বিশ্বের ফুটবলপ্রেমীদের চোখজোড়া।

রিয়ালের সাবেক ডিফেন্ডার ইতালির বিশ্বকাপ জয়ী মহাতারকা ফ্যাবিও ক্যানাভারো জমজমাট এ লড়াইয়ে কাতালানদের থেকে এগিয়ে রেখেছেন রিয়ালকে। ২০০৬-০৯ সাল পর্যন্ত রিয়ালের ডিফেন্স সামলানো এ তারকা বলেন, ‘আমি গত চার বছর ধরে দুবাইতে অবস্থান করছি। এই ম্যাচটির জন্য লোকজনকে পাগল হতে দেখেছি। সবাই বলে, ম্যাচটি শুধুই তিন পয়েন্টের। তবে আমি মনে করি এ ম্যাচটি তার চেয়েও বেশি কিছু। ’

২০০৬ বিশ্বকাপজয়ী ইতালিয়ান তারকা আরও যোহ করে বলেন, ‘রিয়ালকে আমি এ ম্যাচে এগিয়ে রাখছি। কারণ, খেলোয়াড় বা কোচ বদল করলেও দলটিতে কোনো সমস্যা তৈরি হয়নি। মাঠের খেলার মতো মাথার খেলাতেও বার্সাকে হারাতে পারবে রিয়াল। ’

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, ২০ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।