ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মালয়েশিয়ার কাছে উড়ে গেল বাংলাদেশ

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
মালয়েশিয়ার কাছে উড়ে গেল বাংলাদেশ

ঢাকা: শামসুল হাজিকের হ্যাটট্রিকে জুনিয়র এশিয়া কাপ হকিতে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক মালয়েশিয়ার কাছে ৮-০ গোলে উড়ে গেল বাংলাদেশ। আর এই হারে অংশগ্রহণকারী ৮ দলের মধ্যে ষষ্ঠ স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হলো হারুণ মাহবুবের শিষ্যদের।



রোববার (২২ নভেম্বর) মালয়েশিয়ার  কুয়ান্টানে খেলার শুরু থেকেই বাংলাদেশকে চেপে ধরে মালয়েশিয়া। সেই ধারাবাহিকতায় খেলার ২ ও ৬ মিনিটে সুফি ইসলামের গোলে ২-০ তে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর, ৩০ ও ৪৪ মিনিটে শামসুল হাজিকের গোল দলীয় ব্যবধান ৪-০ তে নিয়ে যায়। ৫২ মিনিটি ব্যবধান ৫-০ করেন জাজলান নাজমি। ৫৬ মিনিটে বাংলাদেশের সীমানায় আবার মালয়েশিয়ার আক্রমণ। এবার অবশ্য গোলের নায়ক রহমান আজওয়ার। তাঁর বিধ্বংশী আক্রমণে দল পায় ৬-০ এর বড় লিড।

এর ঠিক ২ মিনিট পর নিজের দ্বিতীয় গোলটি করে দলীয় ব্যবধান ৭-০ তে নিয়ে যান জাজলান নাজমি। আর ৬৬ মিনিটে লাল-সবুজের জালে অষ্টম গোলটি ঠেলে দিয়ে নিজের হ্যাটট্টিক পূরণ করেন শামসুল হাজিক। আর মালয়েশিয়া পায় বাংলাদেশের বিপক্ষে ৮-০ গোলের বড় জয়।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘন্টা, ২২ নভেম্বর ২০১৫
এইচএল/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।