ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

রিয়ালের কোচ পদে প্রস্তুত নন জিদান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
রিয়ালের কোচ পদে প্রস্তুত নন জিদান ছবি: সংগৃহীত

ঢাকা: বার্সেলোনার বিপক্ষে ৪-০ গোলের লজ্জাজনক হারের পরই রাফা বেনিতেজকে কোচের পদ থেকে অপসারনের সম্ভাবনা জাগে। বেনিতেজের উত্তরসূরী হিসেবে জিনেদিন জিদানের নাম ওঠে আসছে।

তবে রোনালদো-বেনজেমাদের কোচ ভূমিকায় থাকতে এখনো প্রস্তুত নন জিদান। রিয়াল মাদ্রিদ কাস্তিল্লার কোচ হিসেবেই তিনি সময়টা উপভোগ করছেন।

গত বছর রিয়ালের ‘বি’ দলের প্রধান কোচের দায়িত্ব নেন জিদান। ২০১৪-১৫ মৌসুম শেষে কার্লো আনচেলত্তিকে অব্যাহতি দেওয়ার পর রিয়ালের মূল দলের কোচের দৌড়ে ফ্রেঞ্চ কিংবদন্তি ছিলেন অন্যতম। তবে বরাবরই গ্যালাকটিকোদের কোচ হওয়ার বিষয়ে তাড়াহুড়ো করতে রাজি নন জিদান। এবারো তিনি একই পথেই হাঁটছেন।

এক সাক্ষাৎকারে জিদান বলেন, ‘আমি কাস্তিল্লার এবং বেনিতেজ মূল দলের কোচ। সবই এখন স্বাভাবিক গতিতে চলছে। মূল দলের প্রধান কোচ হওয়ার জন্য আমার মাঝে এখনো কিছু ঘাটতি রয়েছে। তাই এ বিষয়ে অতটা আগ্রহী নই। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, কোথায় আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি আর কী করছি। এ মুহূর্তে আমি কাস্তিল্লার কোচ। এটাই মূল কথা। ’

উল্লেখ্য, গত বছর রিয়ালের ‘বি’ দলের কোচ হলেও স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে আনেক আগ থেকেই জড়িত জিদান। রিয়ালের হয়ে পাঁচ মৌসুম কাটিয়ে ২০০৬ সালে তিনি খেলোয়াড়ী জীবনের ইতি টানেন। ২০০৯ সালের ১ জুন রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের উপদেষ্টা হন জিদান।

পরের বছরের নভেম্বরে হোসে মরিনহোর আবেদনে তিনি রিয়ালের মূল দলের বিশেষ উপদেষ্টা  হিসেবে নিয়োগ পান। ২০১১ সালের জুলাইয়ে রিয়ালের নতুন ক্রীড়া পরিচালক হিসেবে নাম লেখান জিদান। আর ২০১৩ সালে কার্লো আনচেলত্তির সঙ্গে সহকারী কোচের ভূমিকায় থাকেন ফ্রেঞ্চ কিংবদন্তি। সর্বশেষ গত বছরের জুনে ‘বি’ দলের কোচ হিসেবে তার নাম ঘোষণা করে রিয়াল মাদ্রিদ।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।