ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

২০২০ পর্যন্ত বার্সায় ব্রাজিল তারকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৯, নভেম্বর ২৪, ২০১৫
২০২০ পর্যন্ত বার্সায় ব্রাজিল তারকা ছবি: সংগৃহীত

ঢাকা: গত ১৬ সেপ্টেম্বর রোমার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে হাঁটুতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন ২২ বছর বয়সী বার্সেলোনার ব্রাজিল তারকা রাফিনহা। এরপর থেকেই মাঠের বাইরে রয়েছেন তিনি।

তবে, ছিটকে পড়লেও সুসংবাদ পেয়েছেন ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার।

স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি নতুন চুক্তি (নবায়ন) করেছে রাফিনহার সঙ্গে। ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত কাতালানদের হয়ে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

এ সময়ের মধ্যে যদি কোনো ক্লাব রাফিনহাকে দলে ভেড়াতে চায় তবে, তাদের ‘বাইআউট ক্লজ’ হিসেবে গুনতে হবে ৭৫ মিলিয়ন ইউরো।

চুক্তি নবায়নের সময় উপস্থিত ছিলেন বার্সার প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমেউ, ভাইস-প্রেসিডেন্ট জরদি মেসত্রে এবং টেকনিক্যাল সেক্রেটারি রবার্ট ফার্নান্দেজ। ক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

চুক্তি নবায়নের পর রাফিনহা জানান, নতুন চুক্তিতে আমি বেশ আনন্দিত। বার্সার সঙ্গে আরও কয়েক বছর থাকতে পারবো জেনে ভালো লাগছে। কারণ এ ক্লাবটি আমার নিজের ঘরের মতো। আমি বার্সায় এসেছি মাত্র ১৩ বছর বয়সে। আর এখানে থাকতে পেরেই আমি দারুণ খুশি।

বার্সার ‘বি’ দলের হয়ে রাফিনহা খেলেছেন ৮৪টি ম্যাচ। মূল দলের হয়ে এ ব্রাজিলিয়ান তারকা মাঠে নেমেছেন ২৭টি ম্যাচে। সেল্টাভিগোতে ধারে খেলেছেন আরও ৩২টি ম্যাচ।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ২৪ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।