ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সহজ জয়ে শীর্ষে চেলসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
সহজ জয়ে শীর্ষে চেলসি

ঢাকা: চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে অপেক্ষাকৃত দুর্বল দল ম্যাকাবি তেল আবিবের ঘরের মাঠে আতিথ্য নিয়েছিল ইংলিশ চ্যাম্পিয়ন চেলসি। সহজ জয়ে টেবিলের শীর্ষস্থানটি নিশ্চিত করেছে ব্লুজরা।

ম্যাকাবিকে ৪-০ গোলে হারিয়েছে চেলসি।

ইংলিশ প্রিমিয়ারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসি প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায়। তবে, দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোলের দেখা পায় তারা। ম্যাচের শুরু থেকে ম্যাকাবির ডি-বক্সে আক্রমণ শানাতে থাকে ব্লুজরা। দলকে এগিয়ে নিতে মরিয়া হয়ে থাকা দিয়েগো কস্তা-এডেন হ্যাজার্ড-অস্কার-উইলিয়ান-ফ্যাব্রেগাসরা চেষ্টা চালিয়ে যায়।

খেলার ২০ মিনিটের মাথায় প্রথম গোলের দেখা মেলে অতিথিদের। হোসে মরিনহোর শিষ্যরা প্রথমবারের মতো এগিয়ে যেতে কর্নার কিকের সাহায্য নেয়। ব্রাজিল তারকা উইলিয়ানের দারুণ কর্নার কিকে বল গিয়ে পড়ে পেনাল্টি এরিয়ায়। সেখান থেকে ম্যাকাবির জায়ে বল জড়ান গ্যারি কাহিল। ১-০তে এগিয়ে যায় চেলসি।

৪০ মিনিটের মাথায় দশ জনের দলে পরিণত হয় স্বাগতিক ম্যাকাবি। চেলসি তারকা দিয়েগো কস্তাকে কড়া ট্যাকলে ফেলে দেওয়ায় লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান বেন হাইম।

প্রথমার্ধের এক গোল নিয়ে বিরতির পর মাঠে নামে হোসে মরিনহোর ছাত্ররা। ৬৯ মিনিটে মরিনহো এডেন হ্যাজার্ডকে তুলে নিয়ে মাঠে নামান বার্সেলোনার সাবেক তারকা পেদ্রোকে। আক্রমণভাগকে সাজিয়ে নিয়ে ৭৩ মিনিটের মাথায় দ্বিতীয় গোলের দেখা পায় চেলসি।

দলের দ্বিতীয় গোলটি করেন ব্রাজিল তারকা উইলিয়ান। ফ্রি-কিক থেকে কোনাকুনি শটে অ্যাটাকিং এ ব্রাজিল মিডফিল্ডার গোলটি করেন। থেমে থাকেননি আরেক ব্রাজিল তারকা অস্কার। ম্যাচের ৭৭ মিনিটের মাথায় দলের তৃতীয় গোলটি করেন তিনি। আবদুল রহমান বাবার অ্যাসিস্ট থেকে গোলটি করেন অস্কার। ফলে, ৩-০তে এগিয়ে যায় চেলসি।

৯০ মিনিটের মাথায় দলের হয়ে চতুর্থ গোলটি করেন জোউমা। ম্যাচের বাকি সময়টিতে আর কোনো গোল না হলে ৪-০ গোলের বড় জয়ে মাঠ ছাড়ে চেলসি।

৫ ম্যাচে সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের টেবিলের শীর্ষে রইল চেলসি। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে পোর্তো।

বাংলাদেশ সময়: ০৪১৫ ঘণ্টা, ২৫ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।