ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

রাজশাহীতে শুরু হলো শেখ কামাল নিটল টাটা ফুটবল লীগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
রাজশাহীতে শুরু হলো শেখ কামাল নিটল টাটা ফুটবল লীগ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে শুরু হয়েছে শেখ কামাল নিটল টাটা প্রিমিয়ার ডিভিশন ও প্রথম বিভাগ ফুটবল লীগ।

বুধবার (২৫ নভেম্বর) থেকে এই প্রতিযোগিতা শুরু হয়েছে।

রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সার্বিক তত্ত্বাবধানে এ লীগ শুরু হয়েছে।
 
উদ্বোধনী খেলায় শহীদ জিয়া স্মৃতি সংসদ ৩-০ গোলে হেলেনাবাদ কলোনি ক্লাবককে হারায়। বিজয়ী দলের মিঠুন ২টি ও সুজারুল ১টি গোল করেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া খেলায় অংশ নেবে টাইগার স্পোর্টিং কাব ও রাজশাহী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘ।
 
এদিন বিকেলে শেখ কামাল নিটল টাটা ফুটবল লীগের উদ্বোধন করেন রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও লীগ পরিচালনা কমিটির আহ্বায়ক সরদার তমিজ উদ্দিন। এ সময় রাজশাহীতে নিয়মিত ফুটবল লীগ চলবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- লীগ পরিচালনা কমিটির সদস্য সচিব মো. মাহফুজুল আলম লোটন, বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি রফিউস সামস প্যাডী, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহমুদ জামাল, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক সরিফুর রহমান নুরুল হক, যুগ্ম-সম্পাদক খায়রুল আলম ফরহাদ, কেএম মোসাদ্দেকুল কুদ্দুস সিদ্দিকী সেলিম, বিভাগীয় ও জেলা ফুটবল অ্যাসোসিশেনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, লীগ পরিচালনা কমিটির সদস্য সাইফুল ইসলাম কালু, এস এম আরিফ রতন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।