ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

গ্রুপ পর্বে বাদ পড়ার শঙ্কায় ম্যানইউ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
গ্রুপ পর্বে বাদ পড়ার শঙ্কায় ম্যানইউ ছবি: সংগৃহীত

ঢাকা: ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড ও ডাচ ক্লাব পিএসভির মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। বল দখলসহ আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও প্রতিপক্ষের জালের ঠিকানাই খুঁজে পাননি রুনি-মার্শালরা।

পয়েন্ট খোয়ানোয় ইংলিশ জায়ান্টদের চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্ব ওঠাটাই এখন অনিশ্চয়তার মাঝে পড়ল।

নকআউট পর্ব নিশ্চিতে উলফসবার্গের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটিতে ম্যানইউর জয়ের বিকল্প নেই। কোনোরকম হোঁচট খেলে আর সিএসকে মস্কোকে পিএসভি হারিয়ে দিলেই বাদ পড়বে পায়নি রেড ডেভিলসরা।   তবে দু’টি ম্যাচই ড্রয়ের মুখ দেখলে দ্বিতীয় স্থানে থেকেই শেষ ষোলোতে ওঠে যাবে ম্যানইউ।

গত সেপ্টেম্বরে গ্রপ পর্বের প্রথমবারের দেখায় ম্যানইউকে ২-১ গোলে হারায় পিএসভি। তাই ফিরতি পর্বের ম্যাচটি প্রতিশোধের উপলক্ষ্যই ছিল! কিন্তু, স্বাগতিক দর্শকদের হতাশাই উপহার দেয় লুইস ফন গালের শিষ্যরা। লিড নেওয়ার কয়কটি সুযোগ পেয়েও ব্যথ হন রুনি-মার্শাল-ডিপাইরা।

‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলে পাঁচ ম্যাচ শেষে তিন জয় ও দুই ড্রয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উলফসবার্গ। এক পয়েন্ট পিছিয়ে থেকে দুইয়ে ম্যানইউ।   তিন নম্বরে থাকা পিএসভির সংগ্রহ ৭ পয়েন্ট।   চার পয়েন্টে তলানিতে সিএসকে মস্কো।

বাংলাদেশ সময়: ০৫২০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।