ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বিমান বাহিনীর আন্তঃঘাঁটি কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
বিমান বাহিনীর আন্তঃঘাঁটি কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি  কাবাডি প্রতিযোগিতা-২০১৫ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকে প্রতিযোগিতার অনুষ্ঠানিকতা শেষ হয়।

এতে বিমান বাহিনীর ৬টি দল অংশগ্রহণ করে।

চূড়ান্ত খেলায় বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক দল ২১-১৮ পয়েন্টে ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।

সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চূড়ান্ত খেলা উপভোগ করেন। পরে তিনি বিজয়ী ও উপ-বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঘাঁটি এয়ার অধিনায়ক, ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা এবং ঘাঁটির বিভিন্ন সদস্যরা।

এর আগে, গত ২২ নভেম্বর স্বাগতিক ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার কমডোর মো. হুমায়ুন কবির প্রতিযোগিতার উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।