ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

খেলা

মিলানের বড় জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩২, নভেম্বর ২৯, ২০১৫
মিলানের বড় জয় ছবি : সংগৃহীত

ঢাকা: এম’বায়ে নিয়াংয়ের জোড়া গোলে ইতালিয়ান সিরিআ লিগে বড় জয় নিশ্চিত করেছে এসি মিলান। সাম্পোদোরিয়ার বিপক্ষে ৪-১ গোলে জয় পেয়েছে ইউরোপিয়ান জায়ন্ট এ দলটি।

দলের হয়ে আরও একটি করে গোল করেন গিয়াকোমো বোনাভেনচুর ও লুইজ আদ্রিয়ানো। সাম্পোদোরিয়ার হয়ে একমাত্র গোলটি করেন এডার।

মিলানের ঘরের মাঠ সান সিরোতে শনিবার মধ্যরাতে আতিথিয়েতা নিতে যায় সাম্পোদোরিয়া। তবে খেলার ১৬ মিনিটে মিলানকে লিড এনে দেন বোনাভেনচুর। আর প্রথমার্ধের নির্ধারিত সমেয়র সাত মিনিট আগে নিয়াং গোল করলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সিনিসা মিহাজলোভিকের শিষ্যরা।

বিরতির পর ম্যাচের ৪৯ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন নিয়াং। আর খেলার ৭৯ মিনিটে আদ্রিয়ানো গোল করলে স্বাগতিকরা ৪-০ গোলে এগিয়ে যায়। তবে ম্যাচের নির্ধারিত সময়ের তিন মিনিট আগে সফরকারী ফুটবলার এডার গোল করলে শুধুমাত্র ব্যবধান কমায় সাম্পোদোরিয়া।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, ২৯ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।